কেন বিশ্বকাপ থেকে গ্রুপ লিগেই বিদায় ভারতের, ময়না তদন্তে উঠে এলো একাধিক কারণ

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশের বিশ্বকাপ থেকে সেমিফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে ভারতকে। নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে হারার কারণে আফগানিস্তানের জয়-পরাজয়ের উপর বড় বেশি নির্ভর হয়ে পড়েছিল ভারতীয় দল। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান পরাজিত হবার ফলে, সেমিফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে বিরাট বাহিনীর। এখন নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ নিয়ম-রক্ষা ছাড়া আর কিছু নয়। স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার এই হতাশাজনক পারফরম্যান্সের পর শুরু হয়েছে পোস্টমর্টেম।

হারের ময়নাতদন্তে প্রথমেই যে কারণটি উঠে এসেছে তা হল ক্লান্তি। কয়েকদিন আগেই ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ স্বীকার করে নিয়েছিলেন, পরপর নানা টুর্নামেন্ট এবং আইপিএলের কারণে বিশ্বকাপের আগে সেভাবে কোন বড় বিরতি পায়নি ভারতীয় খেলোয়াড়রা। লাগাতার বায়ো বাবলে থাকার কারণে তৈরি হওয়া ক্লান্তি ম্যাচের উপর প্রভাব ফেলেছে। এবারে কথা স্বীকার করে নিলেন বোলিং কোচ ভরত অরুনও। তিনি বলেন, “ছয় মাস বাড়ি থেকে দূরে থাকাটা বড় ব্যাপার। আমি মনে করি গত আইপিএল স্থগিত হওয়ার পরে তারা একটি ছোট বিরতি পেয়েছিল, তার পরে খেলোয়াড়রা আর বাড়ি যায়নি। আইপিএল এবং বিশ্বকাপের মধ্যে একটি ছোট বিরতি খেলোয়াড়দের জন্য উপকারী হতে পারত।”

সঙ্গে এত বড় একটি টুর্নামেন্টের টস কিভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ভরতের মতে প্রত্যেকটি ভাগ্যের ব্যাপার, কিন্তু যারা টসে জিতেছে তারা এই ম্যাচগুলিতে বেশ কিছু বাড়তি সুবিধা পেয়েছে। বিশেষত প্রথম ইনিংসে ব্যাট করা এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করার মধ্যে আকাশ-পাতাল তফাৎ হয়ে গিয়েছে। এত ছোট একটি টুর্নামেন্টে তা কখনোই কাম্য নয় বলেই মত অরুণের।

images 2021 11 07T212506.547

তিনি বলেন, “টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের টুর্নামেন্টে টসের ফলাফলের উপর কোনো প্রভাব ফেলা উচিত নয়। এখানে টস একটি অন্যায্য সুবিধা দিয়েছে এবং প্রথম ইনিংসে ব্যাট করা এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এত সংক্ষিপ্ত ফরম্যাটে এমন হওয়া উচিত নয়।”

 


Abhirup Das

সম্পর্কিত খবর