ক‍্যানসার-যোদ্ধাদের কুর্নিশ জানালেন মনীষা, শেয়ার করলেন নিজের লড়াইয়ের ছবি

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ক‍্যানসার জয়ী অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম মনীষা কৈরালা (manisha koirala)। শোনা যায়, এক সময় মারাত্মক ধূমপানে আসক্ত ছিলেন তিনি। আক্রান্ত হয়েছিলেন ওভারির ক‍্যানসারে। মারণ রোগের বিরুদ্ধে জয়ও হাসিল করেছেন অভিনেত্রী। রবিবার জাতীয় ক‍্যানসার সচেতনতা দিবসে সহযোদ্ধাদের প্রতি কুর্নিশ জানালেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় ক‍্যানসারের বিরুদ্ধে যুদ্ধকালীন কিছু ছবি শেয়ার করেছেন মনীষা। দুটি ছবিতে তাঁর মাথায় চুল নেই। একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। শরীর ফুঁড়ে ঢোকানো হয়েছে একাধিক নল। কিন্তু চোখ বুজে দু হাত দিয়ে তিনি আশ্বস্ত করছেন, সব ঠিক আছে।

manisha koirala dh suman sa 1548594122
ছবিগুলির সঙ্গে একটি লম্বা ক‍্যাপশন লিখেছেন মনীষা। তিনি লিখেছেন, ‘জাতীয় ক‍্যানসার সচেতনতা দিবসে যারা ক‍্যানসারের বিরুদ্ধে কঠিন লড়াই চালাচ্ছেন তাদের সকলকে আমি ভালবাসা জানাই ও সাফল‍্য কামনা করি। “আমি জানি সফরটা কঠিন, কিন্তু তোমরা তার থেকেও বেশি শক্তিশালী”। যারা লড়াইয়ে হার মেনেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আর যারা জিতে গিয়েছেন তাদের সঙ্গে অমি দিনটা সেলিব্রেট করতে চাই। এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার এবং সেই সঙ্গে যত আশাব‍্যঞ্জক গল্প রয়েছে সব বারবার বলা উচিত। চলুন নিজেদের প্রতি এবং বিশ্বের প্রতি দয়ালু হই। সকলের সুস্বাস্থ‍্য কামনা করি। ধন‍্যবাদ।’

https://www.instagram.com/p/CV-V14Lp3ct/?utm_medium=copy_link

কেরিয়ারের শীর্ষে থাকার সময় মাদকের নেশায় জড়িয়ে পড়েন মনীষা। জানা যায়, স্বামী সম্রাট বহেলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়াতেই মাদকে ডুবে যান অভিনেত্রী। তবে তিনি নিজের মনের জোরে সেই নেশা থেকে বেরিয়ে আসেন।

২০১২ সালে ক‍্যানসার ধরা পড়েছিল মনীষার। আমেরিকায় ৬ মাস ধরে চিকিৎসা চলেছিল তাঁর। ২০১৫ সালে ক‍্যানসারকে জয় করে সুস্থ হয়ে ওঠেন তিনি। তারপর থেকেই মারণ রোগের বিরুদ্ধে মানুষকে সচেতন করে আসছেন তিনি। শুটিংয়েও ফিরেছেন মনীষা। সঞ্জু ও লাস্ট স্টোরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর