বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানি পেশার শোয়েব আখতার এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি পি টিভিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের আলোচনা করতে গিয়েও অ্যাংকার নওমানের সাথে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। ড. নওমান শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন নিউজিল্যান্ড ম্যাচে পাকিস্তানের রান তাড়া করার সময় কোনো জটিলতা তৈরি হয়েছিল কিনা। কিন্তু সে সম্পর্কে কথা না বলে শোয়েব হ্যারিস রাউফের প্রশংসা করতে থাকেন।
তাকে এইভাবে এড়িয়ে যাওয়াতেই ক্ষুব্ধ হন নওমান। তিনি বলেন, ‘আপনি একটু অভদ্র আচরণ করছেন, আমি এটা বলতে চাই না। তবে আপনি যদি বেশি স্মার্ট হন তবে আপনি যেতে পারেন।’ এরপর শো চলাকালীনই নিজের পদ থেকে পদত্যাগ করেন শোয়েব। শো চলাকালীন on-air এইভাবে পদত্যাগ করায় এবার তার ওপর মানহানির মামলা করল পি টিভি।
পি টিভির তরফে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে জানানো হয়েছে, “ক্লজ ২২ অনুসারে, উভয় পক্ষেরই তিন মাসের লিখিত নোটিশ বা এর পরিবর্তে অর্থ প্রদানের মাধ্যমে তাদের চুক্তি বাতিল করার অধিকার থাকবে। শোয়েব আখতার ২৬শে অক্টোবর সম্প্রচার চলাকালীন পদত্যাগ করায় পিটিভির বিশাল আর্থিক ক্ষতি হয়েছে।”
Utterly Disappointed. After miserably failing to safeguard my respect & repute while i was working for PTV, they have now sent me a Recovery Notice. I am a fighter & will not give up & fight this legal battle. My lawyer @SalmanKNiazi1 will take this forward according to law.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 7, 2021
শুধু তাই নয় শোয়েবের কাছে ১০০ মিলিয়নের একটি মানহানির নোটিশও পাঠানো হয়েছে। এই ঘটনা অবশ্য নিজেই টুইটের মাধ্যমে জানিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। নিজের টুইটে তিনি লেখেন, “একেবারে হতাশ। আমি পিটিভিতে কাজ করার সময় আমার সম্মান এবং খ্যাতি রক্ষা করতে ব্যর্থ হয়েছি। তারা এখন আমাকে একটি রিকভারি নোটিশ পাঠিয়েছে। আমি একজন যোদ্ধা এবং এই আইনি লড়াইয়ে হাল ছেড়ে দেব না। আমার আইনজীবী আইন অনুযায়ী এটি এগিয়ে নেবেন।”