বাংলাহান্ট ডেস্ক: জটিল অস্ত্রোপচার ও কেমোথেরাপির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma)। চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয় বার ক্যানসার আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর শুরু দৌড়াদৌড়ি। হাসপাতালের বেডে শুয়ে প্রথমে কেঁদেই ফেলেছিলেন ঐন্দ্রিলা। তারপর মনোবল বেড়েছে ধীরে ধীরে। নিজের গোটা পরিবার, শুভাকাঙ্খীদের পাশাপাশি সঙ্গে পেয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরীকেও।
সম্প্রতি সব্যসাচী জানিয়েছিলেন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন ঐন্দ্রিলা। এবার মায়ের আবদারে নাচও করলেন তিনি। নিজেই জানিয়েছেন, বহুদিন পর এমন ভাবে নাচলেন তিনি। সবটাই মায়ের আবদারে। একটা সময় ভাবতেও পারেননি আবার নাচতে পারবেন বলে।
ঐন্দ্রিলা জানালেন, ছোট থেকেই নাচের ভক্ত তিনি। প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী তিনি। ছোটবেলায় নাচের স্কুলেই সারাদিন কাটত তাঁর। এ জন্য অবশ্য বকাও খেতে হত। তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেমনটা হয়, নাচ করা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। অভিনয়ের জন্য এবং মায়ের আবদারেই যেটুকু করতেন।
এবারেও মা ই নাচ দেখতে চেয়েছেন তাঁর কাছে।অভিনেত্রী বলেন, ‘অপারেশন এর পর যখন জ্ঞান ফিরলো ভেবেছিলাম আর হয়তো কোনোদিন নাচ করতে পারবোই না। কিন্তু আজ অপারেশন এর ৫ মাস পরে আবারও মা এর আবদারে প্রথমবার নাচ করলাম। যদিও পা এ গ্রিপ কম ,তাই ভালো খারাপ কি হয়েছে জানি না, তবে মনটা খুব ভালো লাগছে ।মনে হলো যেন আবার পুরোনো আমিকে খুঁজে পেলাম’। ঐন্দ্রিলাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সপ্তর্ষি মৌলিক, প্রত্যুষা পালরা।
মহালয়ার দিন কেমোথেরাপি নিয়ে দূর্গাপুজোয় সব্যসাচীর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ঐন্দ্রিলা। আনন্দ করে কাটিয়েছেন ওই কটা দিন। কিন্তু পুজোর পরেই এক দুঃসংবাদের সম্মুখীন হতে হয় ঐন্দ্রিলাকে। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তাঁর মাসি, ‘দুষ্টুমা’।
সব্যসাচী জানান, দুষ্টুমার শেষকৃত্যের সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা। তবে এখন তিনি কিছুটা ভাল আছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সব্যসাচী। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক বছর আগে ওকে বলেছিলাম, “এই জমকালো রঙিন দুনিয়ায়, একটা সাদাকালো মানুষের সাথে থেকো না। হতাশ হবে।” শোনেনি। এখনও আছে।’