বাংলা হান্ট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ততখানি ভালো যায়নি টিম ইন্ডিয়ার জন্য। 2007 সালের পর এই প্রথমবার কোন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ভারতকে। তবে ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে বেশ কিছু তরুণ প্রতিভা রীতিমতো জ্বলে উঠেছেন। এদের মধ্যে যেমন রয়েছেন রুতুরাজ গাইকোওয়াড়। তেমনি আবার রয়েছেন ভেঙ্কটেশ আইয়ারও।
আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের নতুন অস্ত্র হয়ে উঠেছিলেন ভেঙ্কটেশ। আইপিএলের প্রথম পর্বে তাকে দলের সঙ্গে দেখা না গেলেও দ্বিতীয় পর্বে মাঠে নেমেই কামাল করে দিয়েছিলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সকে এত বছর পর ফের একবার ফাইনালে পৌঁছে দিতে বড় ভূমিকা নিয়েছিলেন আইয়ার ওপেনিংয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান শুভমানের সঙ্গে জুটি বেঁধে কেকেআরকে যে শুধু একের পর এক জয় এনে দিয়েছেন তাই নয় নিজেও করে ফেলেছেন চার-চারটি হাফ সেঞ্চুরি। এবারের আইপিএলে 10 ম্যাচে 41.11 গড়ে এবং 128.47 স্ট্রাইক রেটে তার সংগ্রহ ছিল 370 রান।
আইপিএলের পর এবার ঘরোয়া ক্রিকেটেও একই রকম ফর্ম বজায় রাখলেন ভেঙ্কটেশ। ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের হয়ে খেলতে দেখা যায় ভেঙ্কটেশকে। দলের হয়ে বিহারের বিরুদ্ধে মাত্র দু রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি। একইসঙ্গে নিজের স্পেলে তিনি করেছেন 22 টি ডট বলও। একইসঙ্গে ব্যাট হাতেও সংগ্রহ করেছেন মারকাটারি 36 রান। এই মুহূর্তে ভারতের কোনও ব্যাটসম্যানই সেভাবে বোলিং করতে পারেন না। অথচ এবার আইপিএলে ব্যাটের পাশাপাশি বল হাতেও তিনটি উইকেট সংগ্রহ করেছিলেন আইয়ার। তাই অনেকেই মনে করছেন আগামী দিনে তার দাবি বড় হয়ে উঠতে পারে ভারতীয় দলে।
বিশেষত নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও তাকে সুযোগ দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। অনেক বিশ্লেষকদের মতে আগামী দিনে শিখর ধাওয়ানের ক্যারিয়ার শেষ করে দিতে পারেন ভেঙ্কটেশ। শিখর এবারও বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না, অন্যদিকে তার বয়সও বাড়ছে। আর তাছাড়া সবথেকে বড় বিষয় হল ভেঙ্কটেশ একজন পার্টটাইম বোলার, যিনি ভারতের ষষ্ঠ বোলারের সমস্যা মিটিয়ে দিতে পারেন কোনও কোনও সময়।