বাংলাহান্ট ডেস্ক: কলকাতার সঙ্গে শাহরুখ খানের (shahrukh khan) দীর্ঘদিনের সম্পর্ক। তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বারবার ছুটে এসেছেন কলকাতায়। আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি। এবার কিং খানের কলকাতা স্টেশনে দাঁড়িয়ে থাকার ছবি শেয়ার করলেন বলিউড পরিচালক।
পরিচালক অবিনাশ দাস শেয়ার করেছেন একটি ছবি। ছবিটি শেয়ার করে তাঁর দাবি, সেটি শাহরুখের কম বয়সের ছবি। ছবিটিও কম পুরনো নয়। পরিচালকের দাবি মানলে সেটি আশির দশকের ছবি। ছবিতে চারজন ব্যক্তিকে দেখা যাচ্ছে স্টেশনে। তিনজন বসে রয়েছেন প্ল্যাটফর্মের মাঝে একটি বেদী মতো জায়গায়। আর একজন দাঁড়িয়ে রয়েছেন মাথা নীচু করে। পরিচালকের দাবি, ইনিই শাহরুখ খান।
ব্যক্তির মুখ স্পষ্ট নয়। মাথা নীচু করে হাতে ধরা জিনিসের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। পরনে সাধারন শার্ট ও কাপড়ের প্যান্ট। ছবিটি শেয়ার করে পরিচালক অবিনাশ দাস লিখেছেন, ‘কলকাতার স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন শাহরুখ খান। আশির দশকের মাঝামাঝি’।
টুইটটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। একজনের বক্তব্য, আশির দশকে কলকাতা স্টেশন বলে কিছুই ছিল না। কলকাতায় ঢোকার জন্য দুটো মূল স্টেশন ছিল হাওড়া ও শিয়ালদহ। কিন্তু কোনোটাতেই এমন কোনো গাছের বেদী নেই।
আবার আরেকজনের বক্তব্য, সম্ভবত এটি কোনো ছবির শুটিংয়ের দৃশ্য। কারণ যেভাবে শাহরুখ পোশাক পরেছেন তাতে মনে হচ্ছে না তিনি ফটোশুট করছেন। তাছাড়া তখনকার দিনে ফটোশুট করাও বিলাসিতা ছিল। অনেকের আবার দাবি, ছবির ওই ব্যক্তি নাকি শাহরুখই নন।
Shah Rukh Khan Waiting For A Train In Kolkata Railway Station. Mid 80s pic.twitter.com/Qg5srLYLn0
— Avinash Das (@avinashonly) November 7, 2021
প্রসঙ্গত, সম্প্রতি মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন শাহরুখ। একটি প্রাইভেট বিমানে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। কিছু সূত্রের দাবি, আরিয়ানের বিষয়ে বলার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। এ বিষয়ে কিছু না বলারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার এও শোনা যাচ্ছে, সংবাদ মাধ্যমের কাছে মুখ না খুললেও সম্ভবত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেবেন শাহরুখ।