‘আমিও ছট পুজোর ব্রত করি, বাড়িতে ঠেকুয়া পাঠাবেন’, পুজো উদ্বোধনে গিয়ে আবদার মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজো, দীপাবলি পেরিয়ে এবার সময় ছট পুজোর (chhath puja)। বুধবার ভোর থেকেই শহর জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার সকালেও গঙ্গার ঘাটে ঘাটে সূর্য পুজো করা হবে। এবারে হেস্টিংস থেকে দইঘাট- একাধিক জায়গায় বুধবার ছটপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘সকলের উদ্দেশ্যে বলব কেউ তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে ঘাটে গিয়ে সকলে পুজো করুন। দুর্গাপুজো, দীপাবলির পর বাংলাতেও ছটপুজোকেও সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। আগে একদিন ছুটি দেওয়া হলেও, এবার দুদিনের ছুটি দেওয়া হয়েছে। আর এই দুটো দিন তুলে নেওয়া হয়েছে নাইট কারফিউও। তাই সাবধানে পুজো করুন’।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1003634757160750

পুলিশদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘পুলিশদের বলব ঘাটে ঘাটে মাইকিং করুন। বেশি জমায়েত করতে দেবেন না। এই উৎসবের মাঝে যাতে কোন দুর্ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখবেন’। এইসব কথার মাঝে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমিও কিন্তু ছোট পুজোর ব্রত করি, কাল থেকে শুধু চা খেয়ে রয়েছি, আমার বাড়িতেও ঠেকুয়া পাঠাবেন কিন্তু’।

অন্যান্যবারের ন্যায় ছোট পুজোর সময় গঙ্গাদূষণ রুখতে এবারেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ। কলকাতা তথা গোটা রাজ্যের প্রায় প্রতিটি ঘাটেই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। সেইসঙ্গে বেশকিছু জায়গায় কৃত্রিম জলাশয়ও তৈরি করা হয়েছে। পাশাপাশি পালন করা হচ্ছে করোনা বিধি নিষেধও। কোনরকম দুর্ঘটনা যাতে না ঘটে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

Smita Hari

সম্পর্কিত খবর