সোশ‍্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি নয় মাসের ছোট্ট ভামিকাকে, হায়দ্রাবাদ থেকে গ্রেফতার অভিযুক্ত

বাংলাহান্ট ডেস্ক: টি ২০ ক্রিকেট বিশ্বকাপে পরপর ম‍্যাচ হারায় ক্ষোভের মুখে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (virat kohli)। এমনকি সোশ‍্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেয়েছিল বিরাট অনুষ্কার ন মাসের একরত্তি মেয়ে ভামিকাও (vamika)। অবশেষে গ্রেফতার হল সেই দুর্বৃত্ত। বুধবার বিকেলে হায়দ্রাবাদ থেকে মুম্বই পুলিসের বিশেষ দল গ্রেফতার করেছে তাঁকে।

ধৃতের নাম রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনী। ২৩ বছরের ওই যুবক হায়দ্রাবাদের বাসিন্দা। জানা যাচ্ছে, পুলিস তদন্ত শুরু করতেই নিজের টুইটার হ‍্যান্ডেল বদলে ফেলে পাকিস্তানি নাগরিক হওয়ার ভান করছিলেন অভিযুক্ত যুবক। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত একজন সফটওয়‍্যার ইঞ্জিনিয়ার। এর আগে একটি ফুড ডেলিভারি অ্যাপের হয়েও কাজ করেছেন তিনি।

   

virat anushka 54
প্রথমে পাকিস্তান তারপর নিউ জিল‍্যান্ড, টি ২০ বিশ্বকাপে পরপর দু বার লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের বোলার মহম্মদ শামির খারাপ পারফরম‍্যান্সের জন‍্য তীব্র ক্ষোভ জমেছিল নেটনাগরিকদের মনে। শামির পাশে দাঁড়ানোয় সেই আঁচ পড়েছে বিরাটের উপরেও।

নেটিজেনদের একাংশের বিকৃত মানসিকতার রূপ দেখতে হয়েছে ছোট্ট ভামিকাকেও। সোশ‍্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেয়েছিল একরত্তি শিশু। কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছিল বিরুষ্কার মেয়েকে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন শুভবুদ্ধিসম্পন্নরা।

টুইট করে ধিক্কার জানিয়েছিলেন অভিনেতা জাভেদ জাফরি। তিনি লেখেন, ‘এ আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি? এটাই কি ‘নতুন’ ভারত? শামিকে সমর্থনের জন‍্য বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার নয় মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে’। তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

দিল্লি মহিলা কমিশনও গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ার পার্সন স্বাতী মালিওয়াল দিল্লি পুলিসের কাছে আবেদন করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব‍্যবস্থা নিতে। এই মর্মে দিল্লি পুলিসের উদ্দেশে নোটিসও জারি করা হয়। অভিযুক্ত ধরা পড়তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নেটিজেনরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর