সৌরভ-শাহ করতে পারল না যে কাজ, তা করবে পাকিস্তান বোর্ড! BCCI-র থেকে দুই কদম এগিয়ে PCB

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বের অন্যতম বড় জনপ্রিয় লীগ হলো আইপিএল। ১৪ বছর আগে শুরু হওয়া এই ভারতীয় টুর্ণামেন্টে খেলার জন্য এখন মুখিয়ে থাকেন দেশ-বিদেশের সমস্ত খেলোয়াড়রা। একইসঙ্গে ভারতীয় ঘরোয়া ক্রিকেটারদের জন্যেও একটি বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে আইপিএল, যেখানে তারা নিজেদের প্রতিভা বিকাশ করার সুযোগ পান।

কিন্তু পুরুষদের ক্রিকেটের ক্ষেত্রে আইপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, মহিলাদের ক্রিকেটের জন্য ভারতে তেমন বড় কোন লীগ এখনও তৈরি হয়নি। যদিও ঝুলন, মিতালী, হারমানপ্রীতদের নিয়ে তিন দলীয় টি-টোয়েন্টি লিগ আয়োজন করেছে বিসিসিআই। তবে দেশ-বিদেশে তা এখনও আইপিএলের মত জনপ্রিয়তা পায়নি। এবার এই সূত্র ধরেই একটি বড় পদক্ষেপ নিল প্রতিবেশী রাষ্ট্রের পাকিস্তান ক্রিকেট বোর্ড। রামিজ রাজা বোর্ড চেয়ারম্যান হিসেবে আসার পর থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। এবার তিনি জানিয়েছেন আগামী দিনে এশিয়ায় প্রথম অনূর্ধ্ব ১৯ পিএসএল শুরু করতে চলেছেন তারা। একইসঙ্গে মহিলাদের পিএসএলের কথাও ভাবছে পাক বোর্ড।

রমিজ বলেন, “অক্টোবরে আমরা অনূর্ধ্ব-১৯ পিএসএল শুরু করব। এই জন্য খুব উত্তেজিত. পৃথিবীর কোথাও এমনটি ঘটেনি। ইংল্যান্ডের খেলোয়াড়রা আসবে এবং আমরা তাদের দেখভাল করব। এছাড়াও, মহিলাদের পিএসএলও আমার মাথায় রয়েছে এবং আমরা এশিয়ায় এটি চালু করার প্রথম ক্রিকেট বোর্ড হব।”

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে আইপিএল শুরু হবার প্রায় ৮ বছর পর জনপ্রিয়তা দেখে পাকিস্তানের শুরু করা হয় পিএসএল। দেশ-বিদেশে এই লীগও এখন যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। আইপিএলের জনপ্রিয়তার কাছাকাছি আসতে না পারলেও এই মুহূর্তে দেশ বিদেশের অনেক খেলোয়াড়ই এই লীগে খেলতে মরিয়া। অন্যদিকে মহিলা পিএসএল এবং অনূর্ধ্ব ১৯ পিএসএল শুরু করার দিকে যেভাবে নজর দিতে চলেছে পাকিস্তান তা আগামী দিনে তাদের ক্রিকেটকে আরও বেশি সমৃদ্ধ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর