‘তৃণমূল করুক বা আমার বাড়ি এসে পার্টি করুক শ্রাবন্তীর পাশেই আছি’, আশ্বাস নুসরতের

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে সংবাদ শিরোনামে একটাই নাম ছিল, শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। আট মাস পর বিজেপির সঙ্গত‍্যাগ করলেন টলিউড অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই টুইট করে জানালেন এ খবর। দল ছাড়ার কারণ হিসেবে তাঁর যুক্তি, বাংলার জন‍্য কাজ করার কোনো ইচ্ছা বা আন্তরিকতা নেই বিজেপির মধ‍্যে। তাই তাঁর এই সিদ্ধান্ত।

ঘোষনা শুনে কেউ বললেন,এমনটা যে ঘটবে সেটা তারা আগে থেকেই জানতেন। কেউ আবার বললেন, ব‍্যক্তিগত জীবনের মতো এবার রাজনীতিতেও দল বদলাবেন শ্রাবন্তী। কিন্তু কেউ পাশে থাকুক না থাকুক, নুসরত জাহানকে (nusrat jahan) নিজের সমর্থনেই পেয়েছেন শ্রাবন্তী। নুসরত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্রাবন্তী যে পার্টিই করুন না কেন, তিনি তাঁর পাশে রয়েছেন।

nusrat 1 2
বৃহস্পতিবার নিজের নতুন ইউটিউব টক শোয়ের সাংবাদিক সম্মেলনে শ্রাবন্তী সম্পর্কেও কথা বললেন নুসরত‍। তাঁর কথায়, “শ্রাবন্তী আমার খুব ভাল।বন্ধু। যা সিদ্ধান্ত নিয়েছে তার জন‍্য ওকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শ্রাবন্তী বিজেপি করুক বা তৃণমূল, কোনো ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে পার্টি করুক, ওর পাশে আমি সবসময় আছি।”

বিজেপি ছাড়ার দিনই আবার তৃণমূলে যোগদানের জল্পনা বাড়িয়ে দেন শ্রাবন্তী। নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে অভিমান প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তাঁর অভিযোগ ছিল, মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে সরাসরি কথা বলতে দেওয়া হয়নি তাঁকে।

বৃহস্পতিবার বিজেপি ছাড়তেই সেই প্রশ্ন উঠল আবারো। এবার কি তবে তৃণমূলমুখী শ্রাবন্তী? জল্পনা উড়িয়ে দেননি টলি অভিনেত্রী। তাঁর ছোট্ট উত্তর, ‘সময়ই উত্তর দিক’। নিজের জন্মদিনে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তাই গেরুয়া শিবির ছাড়ার পর দল তিনি বদলান কিনা সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর