বাংলাহান্ট ডেস্কঃ মাঠে খেলছেন স্বামী, আর গ্যালারিতে বসে তাঁকে উৎসাহ দিচ্ছেন স্ত্রী। এতে অস্বাভাবিক তো কিছু নেই। এটা খুবই সহজ, সরল এবং স্বাভাবিক একটা বিষয়। কিন্তু বৃহস্পতিবারের পর এই সামান্য বিষয়টাই অনেক বড় হয়ে দাঁড়াল ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার (sania mirza) সামনে।
বৃহস্পতিবার পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন সানিয়া মির্জা। আর মাঠে স্বামী শোয়েব মালিককে উৎসাহ দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষে তাঁকে হাততালিও দিতে দেখা যায়। আর এই বিষয়টাকেই বাঁকা চোখে দেখল নেটিজনরা। স্যোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হলেন এই টেনিস সুন্দরী।
https://twitter.com/AmanPradyuman/status/1458840343286222853?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458840343286222853%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fsports%2Fsania-mirza-trolled-to-be-in-pakistan-vs-australia-match-in-icc-t-20-world-cup-2021-smj-688080.html
বরাবরই সানিয়া মির্জা চেষ্টা করেন স্বামী শোয়েব মালিককে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থন করতে। আর সেভাবে এদিনও পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও স্বামীকে সমর্থন করতেই দেখা গিয়েছিল সানিয়া মির্জাকে। কিন্তু পাকিস্তান হেরে যেতেই অপেক্ষার পর সুযোগ পেয়ে যায় ভারতীয়রা। আর সমস্ত ক্ষোভটাই উগরে দেয় এই টেনিস তারকার উপর।
টি-২০ বিশ্বকাপ থেকে ভারতীয় দল ছিটকে যাওয়ার পর কিছু পাকিস্তানি সমর্থককে ‘বাই বাই ইন্ডিয়া’ লেখা প্ল্যাকার্ড নিয়ে গ্যালারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। আর সেই রাগের ঝাল মেটাতে সানিয়া মির্জাকে বিঁধল ভারতীয় নেটিজনরা। সানিয়া মির্জার পাকিস্তানকে সমর্থনের চিত্র সামনে আসতেই স্যোশাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়।
https://twitter.com/twittologer/status/1458838136184664066?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458838136184664066%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fsports%2Fsania-mirza-trolled-to-be-in-pakistan-vs-australia-match-in-icc-t-20-world-cup-2021-smj-688080.html
কেউ কেউ লিখলেন, ‘নিজেকে কি মন থেকে সত্যিই একজন ভারতীয় বলে মনে করেন আপনি?’ আবার কেউ লিখলেন, ‘অলিম্পিকে হারের পর ভারতীয় খেলোয়াড়দের সমর্থন করার জন্যও মাঠে থাকেননি সানিয়া মির্জা, ফিরে এসেছিলেন দেশে। কিন্তু আজ তিনিই পাকিস্তানের হয়ে হাততালি দিচ্ছেন!’