বাবা যশের বেশি ন‍্যাওটা হয়েছে ছেলে ঈশান, অভিমান নুসরতের

বাংলাহান্ট ডেস্ক: তিনি একাধারে অভিনেত্রী, সাংসদ আর এখন একজন সঞ্চালিকাও। তবে সর্বোপরি নুসরত (nusrat jahan) একজন মা। ঘরে আড়াই মাসের ছোট্ট ছেলেকে রেখেই বিরামহীন ভাবে কাজ করে চলেছেন তিনি। তবে কাজের মাঝে যে ছেলেকে সময় দিচ্ছেন না এমনটা একেবারেই নয়। ঈশানের (yishaan) জন‍্য আলাদা করে সময় ভাগ করে রেখেছেন নুসরত। সেখানে হস্তক্ষেক করার অধিকার কারোর নেই।

খুব শীঘ্রই একটি নামী রেডিও চ‍্যানেলের ইউটিউব টক শোতে সঞ্চালিকা হয়ে আসছেন নুসরত। বৃহস্পতিবার সেই শোয়ের সাংবাদিক বৈঠকে নানাবিধ প্রশ্নের মাঝে স্বাভাবিক ভাবেই উঠে আসে ছোট্ট ঈশানের প্রসঙ্গ। নুসরত জানান, তিনি যদি রাতে কাজ করেন তবে সকালটা রাখেন শুধু ঈশানের জন‍্য। একই রকম ভাবে যদি সকালে কাজ করেন তবে গোটা রাত তিনি কাটান ছেলের সঙ্গে।

IMG 20211112 123223
অভিনেত্রীর দাবি, বয়স আড়াই মাস হলে কী হবে, ঈশানের বায়নাক্কা সামলাতেই নাজেহাল হয়ে যান তিনি। সংবাদ মাধ‍্যমের তরফে নুসরতের কাছে প্রশ্ন রাখা হয়, ঈশান কাকে বেশি ভালবাসে মাকে নাকি বাবাকে? সাংসদ অভিনেত্রী বলেন, তিনি জানতেন মেয়েরা বরাবরই বাবার একটু বেশি প্রিয় হয় আর ছেলেরা মায়ের। কিন্তু তাঁর ছেলেই হয়েছে উলটো। ঈশান নাকি বাবার অর্থাৎ যশের বেশি ন‍্যাওটা।

আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নুসরতের রেডিও শো ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’। সাংবাদিক বৈঠকে নুসরত বলেন, তিনি ভাবতেন প্রেম নিয়ে সমস‍্যা বোধহয় তাঁর একার। কিন্তু তা নয়। ‘ইশক’ এর সখ সকলেরই রয়েছে ষোলো আনা। কিন্তু বাকিরা তা মুখে প্রকাশ করেন না। তিনি মুখ খুলেছেন বলেই এত বিতর্ক।

নিখিল জৈনের সঙ্গে প্রেম করেই ‘বিয়ে’ করেছিলেন নুসরত। তুরস্কে রাজকীয় বিয়ে সেরেছিলেন দুজনে। দিব‍্যি সুখে ছিলেন। হঠাৎ করেই বিবাদ। নিখিল দাবি করেছিলেন, একটি ছবির শুটিংয়ের পর থেকেই নুসরতের মধ‍্যে বদল আসে। গুঞ্জনের পর এখন যখন যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমটা স্বীকার করেই নিয়েছেন অভিনেত্রী তখন নির্দ্বিধায় বলা চলে, ছবিটি ছিল ‘SOS Kolkata’।

এখন এক সন্তানের মা নুসরত। যশের সঙ্গে বিয়েটাও এক রকম মেনেই নিয়েছেন। শোনা যায়, নিখিলের আগেও একাধিক বার সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাই নতুন শো ‘লভগুরু’রও ভূমিকা পালন করবেন তিনি। শুধু প্রেমে জোড়া না, ভাঙার গল্পও করবেন নুসরত। অতিথির তালিকায় রয়েছেন মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, বং গাই কিরণ দত্ত এবং যশ দাশগুপ্তরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর