বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ী (sahana bajpai)। স্বরযন্ত্রে হেমারেজের জন্য এক মাস পর্যন্ত গান গাওয়া বন্ধ তাঁর। চিৎকার করা, এমনকি কথা বলাও সম্পূর্ণ ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খারাপ খবর জানিয়েছেন সাহানা।
নিজের ফেসবুক হ্যান্ডেলে গায়িকা লিখেছেন, ‘আমার ভয়েস বক্সে গুরুতর হেমারেজ হয়েছে। স্ট্রোবোস্কোপিক পরীক্ষায় সেটা ধরা পড়েছে। চিকিৎসকরা বলেছেন এটা সারানোর জন্য অন্তত এক মাস আমাকে গান গাওয়া, কথা বলা বা চিৎকার করা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। দয়া করে আমার সঙ্গে থাকুন যাতে আমি এই নিশ্চুপ সত্ত্বাটার সঙ্গে মানিয়ে উঠতে পারি। যে সত্ত্বাটাকে আমার নিজেই চিনতে হবে। যাদের উপরে আমি চিৎকার করি তারা দয়া করে আমার থেকে দূরে থাকুন, আর আমিও থাকব।’
অত্যন্ত প্রাণবন্ত স্বভাবের মানুষ সাহানা। মুখে সর্বক্ষণ হাসি আর জিভের ডগায় কথা, সুর লেগেই থাকে তাঁর। আড্ডাপ্রেমীয় সাহানাকে এক মাস পর্যন্ত চুপ করে থাকতে হবে শুনে তাঁর নিজের তো বটেই, মন খারাপ অনুরাগীদেরও। কমেন্ট বক্সে ভিড় করে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা এবং শুভ কামনা করেছেন তারা।
হালের টলিউডে জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম নাম সাহানা। গাওয়ার পাশাপাশি গান লেখেনও তিনি। ২০০৭ এ ‘নতুন করে পাব বলে’ মিউজিক অ্যালবাম দিয়ে শুরু সাহানার। তাঁর ‘মন বান্ধিবি কেমনে’ গানটি দারুন জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রসঙ্গীতেও একই রকম দক্ষতা রয়েছে তাঁর। হাওয়া বদল, ষড়রিপু, রেনবো জেলি, কণ্ঠর মতো ছবিতে গানও গেয়েছেন সাহানা।