বাংলাহান্ট ডেস্ক: তোর্সার (torsha) আগমনে আরো জমেছে সিরিয়াল, এমনি দাবি ‘মিঠাই’ (mithai) ভক্তদের। ‘ট্যাঁশ বুড়ি’ যত আগুন লাগানোর চেষ্টা করবে, ততই কাছাকাছি আসবে মিঠাই সিদ্ধার্থ, এমনটা তো আগেও অনেকবার দেখা গিয়েছে। তবে এতদিন তোর্সার বিছানো জালে ফেঁসে গিয়েছে মিঠাই। ঠেকে শিখেছে সে। এখন আর নিজে ফাঁসবে না, বরং মনোহরায় পা রাখার মুহূর্ত থেকে বড় জাকে ঘোল খাইয়ে ছাড়ছে সে। স্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে সিডও!
কালরাত্রিতে মিঠাইকে যা নয় তাই বলে অপমান করার চেষ্টা করে তোর্সা। এমনকি সে এও বলে, আরশোলা যেমন সে একটা পাখি ঠিক তেমনি মিঠাইও ভাবছে সে সিদ্ধার্থরও স্ত্রী। জবাবে মুখে কিচ্ছু না বলে টেসের গায়ে একটা নকল আরশোলা ছেড়ে দেয় মিঠাই। ব্যস, ট্যাঁশ বুড়ি জব্দ।
পরের দিন সকালেও তোর্সাকে আরেকপ্রস্থ টাইট দেয় মিঠাই। সকাল হতে না হতেই মিঠাইরাণীকে কড়া করে কফি করার হুকুম দেয় তোর্সা। কিন্তু স্ত্রীর পক্ষ নিয়ে রুখে দাঁড়ায় সিড। সাফ বলে দেয়, মিঠাই কফি বানাবে না। টেস যেন নিজে বানিয়ে নেয়। কিন্তু তোর্সাও ছাড়ার পাত্রী নয়। সে এখন সম্পর্কে মিঠাইয়ের থেকে বড়। সে যখন নির্দেশ দিয়েছে তখন মিঠাইকেই কফি করতে হবে। সঙ্গে তাঁর কটাক্ষ, কফিতে আবার বিষ যেন না মিশিয়ে দেয় মিঠাই।
কিন্তু মিঠাইরাণীকে তো কাবু করা অত সহজ নয়। হাসিমুখে কফি বানিয়ে নিয়ে গিয়ে ‘দিদিমণি’র সামনে ধরে সে। তোর্সা কফিতে চুমুক দিতেই চমক! চিনি ছাড়া তেতো কফি বানিয়ে এনেছে মিঠাই। তোর্সা হম্বিতম্বি শুরু করতেই মিঠাইয়ের জবাব, “আমি তো বললাম কিছুই (চিনিও) মেশাইনি”।
https://www.instagram.com/p/CWLm04Lpkhu/?utm_medium=copy_link://
ব্যাপারটা হজম করতে না করতে পেছন থেকে সিড এসে বলে, “এইজন্যই বলেছিলাম কফিটা নিজে বানিয়ে নিতে। বুঝলে বৌদিমণি?” তোর্সা হাঁ, হল্লাপার্টি হেসে লুটোপুটি। এমনকি ভাইয়ের কাণ্ড দেখে হেসে ফেলেছে সোমও। কিন্তু সিদ্ধার্থর সাফাই, “সোমদা আমার দাদা। তাই টেস তো বৌদিই হবে”। হেসে কুটিপাটি দর্শকরাও। তাদের বক্তব্য, মিঠাইয়ের সঙ্গে থেকে থেকে উচ্ছেবাবুও দুষ্টুমি শিখে যাচ্ছে।