দেশ ও রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে গোমূত্র এবং গোবর: শিবরাজ সিং চৌহান

বাংলাহান্ট ডেস্কঃ গোমূত্র ও গোবর নিয়ে মন্তব্য করে এবার সংবাদ শিরোনামে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। তাঁর দাবী, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে গোমূত্র ও গোবর। ভোপালে ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহিলা শাখার কনভেনশনে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী চৌহান।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক নতুন পন্থা দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালে ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহিলা শাখার কনভেনশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘গোমূত্র এবং গোবর দেশ ও রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। তবে এর জন্য একটি সঠিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন’।

তিনি আরও বলেন, ‘ষাঁড়, গরু ছাড়া কোন কাজ চলতে পারে না। যতক্ষণ না সমাজ সংযুক্ত হবে, গোশালা নির্মাণ করেও সরকারি গোশালা চলানো যাবে না। তবে আমরা যদি চাই তাহলে এই গোবর এবং গোমূত্রের সাহায্যেই দেশের অর্থনীতিকে আরও বেশি করে শক্তিশালী করতে সক্ষম হব। আমরা মধ্যপ্রদেশে এভাবে আলো জ্বালানোর চেষ্টা করে চলছি’।

প্রসঙ্গত, বেশকিছু দিন আগেই করোনা আবহের মধ্যে গোমূত্র পান এবং তাঁরও আগে গরুর দুধ নিয়ে কিছু মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন, ‘গরুর দুধে সোনা আছে’। আর তাঁর এমন মন্তব্য শুনেই তাঁকে নিয়ে সমালোচনা করতে বাদ রাখেনি কেউই।

আবার করোনা আবহে এই দিলীপ ঘোষই পরামর্শ দিয়েছিলেন, ‘গোমূত্র পান করলে, করোনা পালিয়ে যাবে’। এমন মন্তব্য করেও কম ব্যঙ্গ বিদ্রূপ সহ্য করতে হয়নি তাঁকে।

Smita Hari

সম্পর্কিত খবর