বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে 12 জন কৃতি খেলোয়াড়কে। একইসঙ্গে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। এমনিতেই মিতালির নামে রয়েছে একাধিক রেকর্ড। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সাত হাজার রানও পূর্ণ করেছেন তিনি। এবার ক্রিকেটে তার এই কৃতিত্বকে সম্মান জানালো ভারত সরকার।
গতকাল ক্রীড়াক্ষেত্রে কৃতি নীরাজ চোপড়া এবং অন্যান্য খেলোয়াড়দের সাথে মিতালির হাতেও পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ক্রীড়া ক্ষেত্রে এটি সর্বোচ্চ সম্মান পেয়ে খুশি মিতালিও। এই কৃতিত্ব অর্জনের পর সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তাও লিখেছেন ভারতীয় দলের মধ্য ক্রমের ডানহাতি এই ব্যাটার।
মিতালি মনে করেন তার এই প্রাপ্তি আরও অনেক নারীকে পথ দেখাবে। সম্মাননা প্রাপ্তির পর টুইটারে তিনি লেখেন, “ক্রীড়াক্ষেত্রে মহিলারা পরিবর্তনের শক্তিশালী অনুঘটক এবং যখন তারা তাদের প্রাপ্য প্রশংসা পায়, তখন এটি অন্য অনেক নারীকে তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করে।” একইসঙ্গে মিতালি আরও লেখেন, “আমি আন্তরিকভাবে আশা করি যে আমার যাত্রা সারা দেশের তরুণ মেয়েদের তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে।”
Truly honoured and grateful to receive the Major Dhyan Chand Khel Ratna Award 🙏 pic.twitter.com/79HZOV9Uox
— Mithali Raj (@M_Raj03) November 13, 2021
প্রসঙ্গত উল্লেখ্য এ পর্যন্ত দেশের হয়ে মোট 220টি ওডিআই এবং 89টি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করেছেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। 1999 সালে অভিষেক করার পর থেকেই ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র হয়ে উঠেছেন তিনি। আজও কঠিন ম্যাচে তার উপরেই নির্ভর করে থাকে ভারতীয় মহিলা ক্রিকেট দল।