‘বেঁচে থাকতে গদ্দারদের কিছুতেই হাওড়ায় ঢুকতে দেব না’, নাম না করেই রাজীবকে হুমকি প্রসূনের

বাংলাহান্ট ডেস্কঃ ‘বেঁচে থাকতে ভোটের আগে বেইমানি করা কাউকে হাওড়ায় ঢুকতে দেবেন না’, নাম না করেই ঠিক এই ভাষাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) আক্রমণ করলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাজীবের ‘ঘর ওয়াপসি’ হওয়ায় চটলেন হাওড়ার তৃণমূল সাংসদ।

রবিবারের এক সভা থেকে রাজীবের উদ্দেশ্যে নাম না করেই প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচনের আগে যারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তাঁরা দুদিন আগেও দিদিকে গালমন্দ করেছে। আর আজ দেখুন তারাই আবার পকেটে করে দিদির ছবি নিয়ে ঘুরছে। তাঁদেরকে হাওড়ায় আসতে দেবই না। প্রয়োজনে আমি দল ছেড়ে দেব, দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে পড়ে থাকব, কিন্তু গদ্দারদের কখনই হাওড়ায় ঢুকতে দেব না’।

maxresdefault 165

একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কাঁদতে কাঁদতে তৃণমূল ছেড়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লী উড়ে গিয়ে নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। দাঁড়িয়েছিলেন নির্বাচনেও। কিন্তু নির্বাচনের পরবর্তীতে বিজেপির মত তাঁরও পরাজয় হওয়ায় দলের সঙ্গে তৈরি হয় দূরত্ব। এরপর কিছু দিন আগেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার ঘরে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই ফিরে আসাটাই মেনে নিতে পারছেন না তাঁরই দলের হেভিওয়েট নেতৃত্বরা। কিছুদিন আগেই যেমন রাজীবের প্রত্যাবর্তনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার রাজীবকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যও।


Smita Hari

সম্পর্কিত খবর