গতবারের পঞ্চায়েত ভোট নিয়ে ‘ভুল’ স্বীকার করলেন অনুব্রত মণ্ডল, বললেন এবার ভোট হবে

বাংলাহান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট নিয়ে নিজেদের ভুল স্বীকার করলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তাঁর কথায়, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে মানুষের রায় নেওয়া হয়নি। আর এবার সেই ভুল সংশোধন করে মানুষের রায় নেওয়া হবে বলে জানান তৃণমূল সভাপতি।

বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বোলপুর জেলা তৃণমূলের তরফ থেকে রবিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। আর সেখান থেকেই নিজেদের ভুল স্বীকার করলেন অনুব্রত মণ্ডল। নিজেদের ভুল স্বীকার করে নেওয়ার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে ব্লক সভাপতিদের প্রতিও কিছু বার্তা দেন অনুব্রত মণ্ডল।

ch 4

অনুব্রত মণ্ডল বলেন, ‘এবার পঞ্চায়েত ভোটে মানুষের রায় নেওয়া হবে। আগেরবারের করা ভুল এবার আর করব না আমরা। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন, আগেরবার কেন ভুল করেছিলাম আমরা? ভয়ংকর অন্যায় করেছি তখন আমরা। আপনাদের সহযোগিতা কাম্য, পাশে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখেই ভোট দেবেন। আশা করি মানুষ ফেরাবেন না। তাই এবার মানুষের রায় নেওয়া হবে’।

এদিন ব্লক সভাপতিদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, ‘পুরসভার ভোট যেমন হবে, তেমনই এবার পঞ্চায়েত ভোটও হবে। এই পঞ্চায়েত ভোট নিয়েই চিন্তা করুন। আর এবার মানুষের রায় নেওয়া হবে’।

তবে ব্লক সভাপতিদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে আবার বিতর্কে জড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি। অনুব্রত মণ্ডল বলেন, ‘পৌরসভা নির্বাচনের জন্য টাউন প্রেসিডেন্ট সতর্ক হোন। আর পঞ্চায়েতের দিকে নজর দিন ব্লক সভাপতিরা। এবার ভোটে মানুষের রায় নেওয়া হবে। আগেরবারের ভুল শুধরে নেওয়া হবে। আর যদি কেউ দুর্নীতি করেন, তাহলে তাঁকে শুইয়ে দেব’।

Smita Hari

সম্পর্কিত খবর