বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সোমবার মধ্যপ্রদেশের সফরে থাকবেন। আর এই সফরেই তিনি রানী কমলাপতি (Rani Kamalapati) রেলওয়ে স্টেশনের (Railway Station) উদ্বোধন করবেন। পাশাপাশি তিনি বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জনজাতি গৌরব দিবস অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে তিনি আদিবাসীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লিখেছেন, ‘১৫ নভেম্বর দুপুর ৩টে নাগাদ পুনর্বিকশিত রানী কমলাপতি রেলওয়ে স্টেশন দেশের নামে উৎসর্গ করা হবে। পাশাপাশি রেলের সঙ্গে যুক্ত অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন করা হবে। যার জেরে মধ্যপ্রদেশের মানুষরা অনেক সুবিধা পাবেন।”
At 3 PM tomorrow, 15th November, the redeveloped Rani Kamalapati Railway Station will be dedicated to the nation. Other initiatives relating to the railways sector will also be inaugurated which will benefit the people of Madhya Pradesh. https://t.co/sKxFMYw0hm
— Narendra Modi (@narendramodi) November 14, 2021
বলে দিই, রানী কমলাপতি রেলওয়ে স্টেশন প্রথমে হাবিবগঞ্জ স্টেশন নামে পরিচিত ছিল। সম্প্রতি এই নাম বদল করা হয়েছে। রানী কমলাপতি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম বিশ্বমানের স্টেশন। আন্তর্জাতিক বিমানবন্দরে যেই সুবিধা রয়েছে, সেই সুবিধা এই স্টেশনেও উপলব্ধ থাকবে। মোট ৪৫০ কোটি টাকা খরচ করে এই বিশ্বমানের স্টেশন তৈরি করা হয়েছে।
भगवान बिरसा मुंडा की जयंती पर मनाए जाने वाले जनजातीय गौरव दिवस के अवसर पर कल देश एक ऐतिहासिक पल का गवाह बनेगा। सुबह 9:45 बजे वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से भगवान बिरसा मुंडा स्मृति उद्यान सह स्वतंत्रता सेनानी संग्रहालय का उद्घाटन करूंगा। https://t.co/Kg5wTkVlOb
— Narendra Modi (@narendramodi) November 14, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একটি ট্যুইট করে লিখেছিলেন, ‘ভগবান বিরসা মুন্ডার জয়ন্তীতে পালিত হওয়া জনজাতি গৌরব দিবসের অবসরে আগামীকাল গোটা দেশ এক ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হবে। আমি সকাল ৯:৪৫-এ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভগবান বিরসা মুন্ডা স্মৃতি উদ্যান সহ স্বাধীনতা সংগ্রামীদের লাইব্রেরী উদ্বোধন করব।”