বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকেই দলীয় নেতৃত্বদেরই আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। বিজেপির (bjp) একজন বর্ষীয়ান নেতা হয়েও সর্বদা দলীয় নেতৃত্বদেরই কটাক্ষ করে গেছেন তিনি। তবে এবার সেই তথাগত রায়ের (Tathagata Roy) স্যোশাল মিডিয়ার ‘বায়ো’তে দেখা গেল সামান্য পরিবর্তন। যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। ‘তবে কি এবার বিজেপি ছাড়ছেন তথাগত রায়’ এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।
কখনও রাজ্য নেতৃত্ব, আবার কখনও কেন্দ্রীয় নেতৃত্ব- বিভিন্ন সময়ে বিজেপির বিভিন্ন নেতৃত্বকে আক্রমণ করেছেন তথাগত রায়। সর্বদা চুপচাপ থাকলেও, কিছুদিন আগেই তথাগত রায়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘লজ্জা লাগলে’ তাঁকে দল ছাড়ার পরামর্শও দিয়েছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে তথাগত রায় কটাক্ষ করে বলেছিলেন, ‘দিলীপ ঘোষের মত মানুষের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়’।
For general information:
the recent change in my profile description is replacing of the earlier sentence
“Pic shows iconic Rabindra Setu”
by
“Lately whistleblower”.— Tathagata Roy (@tathagata2) November 14, 2021
এবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে তথাগত রায় লেখেন, ‘সাধারণ একটি তথ্যঃ আমার প্রোফাইলের বায়োতে ছোট্ট একটু বদল করেছি। আগে যেখানে ‘ছবিতে দেখা যাচ্ছে আইকনিক রবীন্দ্র সেতু’ লেখা ছিল, এখন সেখানে একটু বদল করে ‘সম্প্রতি হুইসেলব্লোয়ার’ লেখা হয়েছে’।
তিনি আরও লেখেন, ‘সেখানে আমি ”বিজেপি” শব্দটি রেখেছি। নাহলে যদি আবার লোকেরা অন্য কিছু ভেবে বসেন’।
তথাগত রায়ের এই পোস্ট নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। কানা ঘুষো শোনা যাচ্ছে, তাহলে কি এবার বিজেপি ছাড়তে চলেছেন তথাগত রায়? তবে তথাগত রায় নিজেই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। দল ছাড়ার জল্পনা উড়িয়ে, দিয়েছেন বড় বিস্ফোরণের ইঙ্গিত।