নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ভয়ঙ্কর বোলারকে সুযোগ দিচ্ছে BCCI, শেষ হতে পারে শামির ক্যারিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার পিছনে বড় ভূমিকা ছিল উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিরুদ্ধেও পরাস্ত হবার ফলে পরবর্তী পর্যায়ে পৌঁছানোর আশা শেষ হয়ে যায় ভারতের। তবে বিশ্বকাপের ঠিক পরেই 17 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে অবশ্যই বিশ্বকাপের বদলা নিতে চাইবে ভারতীয় দল।

এমনিতেই এই সিরিজে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে, আর সে কারণেই দলে সুযোগ পেয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভা। একইভাবে এমন একজন খেলোয়ারকেও দলে ফিরিয়েছে ভারত যিনি একা হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন। মূলত টেস্ট ক্রিকেটে লাল বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায় পর্যুদস্ত করতে এবং ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করতে যথেষ্ট বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

এমনকি এবারের আইপিএলেও 11 টি উইকেট দখল করেছিলেন মহম্মদ সিরাজ। তার বিধ্বংসী ফর্মকে কাজে লাগাতেই একবার বিশ্বাস করে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। অনেক বিশ্লেষকদের মতে, আগামী দিনে এই বলার যদি টেস্টের মত টি-টোয়েন্টিতেও নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে প্রমাদ গুনতে হবে মহম্মদ শামিকে। একথা ঠিক যে শামি একজন দুর্দান্ত খেলোয়ার কিন্তু একইসঙ্গে মনে রাখা দরকার গোটা বিশ্বকাপ জুড়ে যথেষ্ট রান খরচ করেছেন তিনি।

siraj

আর সেই কারণেই তার বদলে আগামী দিনের জন্য সিরাজকে গ্রুম করতে চাইছে বিসিসিআই। কারণ শামির মত ততখানি না হলেও সিরাজের হাতেও যথেষ্ট সুইং রয়েছে। যদিও লাল বলের খেলা এবং সাদা বলের খেলা সম্পূর্ণ আলাদা। এর আগে ভারতীয় দলের হয়ে সাদা বলে ততখানি সফল হতে পারেননি সিরাজ। তাই প্রত্যাশার চাপ তার উপরেও থাকবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর