পশুপ্রেমের নিদর্শন! ৭৬ টি সারমেয়কে নিজের বাড়িতে জায়গা দিয়েছেন মিঠুন, রাখেন রাজার হালে

বাংলাহান্ট ডেস্ক: বলিউড হোক বা টলিউড, বিনোদন ইন্ডাস্ট্রিতে পশুপ্রেমী বিশেষ করে সারমেয় প্রেমী তারকার সংখ‍্যা কম নেই। বিকেল গিয়ে প্রিয় পোষ‍্যকে নিয়ে মুম্বইয়ের রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন মালাইকা অরোরা থেকে খুশি কাপুররা। কিন্তু এদের সকলকে ছাপিয়ে গিয়েছেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। পশুপ্রেমী মিঠুনের কাছে একটা দুটো নয়, বরং ৭৬ টা পোষ‍্য কুকুর রয়েছে!

জানা যায়, মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে মোট ৩৮ টি পোষ‍্য কূকুর রয়েছে মিঠুনের। এছাড়া উটিতে অভিনেতার নিজস্ব হোটেলেও রয়েছে ৭৬ টি কুকুর। শুধুই সারমেয় নয়, বিরল প্রজাতির পাখিও রয়েছে তাঁর বাড়িতে। নিজের বাড়িতে একটি বড় শীততাপ নিয়ন্ত্রিত ঘরে নাকি সমস্ত পশুপাখিদের রাখেন মিঠুন। ভেতরে তাদের জন‍্য নানান খেলার বন্দোবস্তও নাকি করা থাকে। দিনে বাঁধা থাকলেও রাতে খুলে দেওয়া হয় কুকুরদের।

1529052744
‘ডগ কেয়ার সেন্টার ক্যানাল ক্লাব অফ ইন্ডিয়া’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন মিঠুন।  বাবার এই গুণ পেয়েছেন ছোট ছেলে নমশিও। প্রত‍্যেকটি পোষ‍্যর নাম তাঁর মুখস্থ বলে জানান তিনি। মিঠুনের গোটা পরিবারই পোষ‍্যপ্রেমী বলে শোনা যায়।

Mithun Chakraborty dogs collection 5 1024x1024 1
কলকাতার ছেলে মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। ফিল্মি দুনিয়ায় প্রবেশ করে নাম বদলে ফেলেন তিনি। কলকাতা থেকে স্বপ্ন নগরী মুম্বইতে গিয়ে আচমকাই জাঁকিয়ে বসতে পারেননি মিঠুন। দিনের পর দিন, রাতের পর রাত কেটেছে স্ট্রাগল করে। ‘মৃগয়া’ ছবিতে অনবদ‍্য অভিনয়ের জন‍্য জাতীয় পুরস্কার পেয়েও বলিউডে প্রথম দিকে মিঠুনের ভাগ‍্যে শিকে ছেঁড়েনি।

তবে ধীরে ধীরে নিজের প্রতিভা প্রকাশ‍্যে এনেছেন মিঠুন। পরিচালকরাও বুঝতে পেরেছেন তাঁর কদর। একের পর ছবিতে সুযোগ পেয়েছেন মিঠুন এবং প্রতিটি ছবিই হিট। এখনো এই বয়সেও দিব‍্যি অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। পাশাপাশি যোগ দিয়েছেন রাজনীতিতেও।

Niranjana Nag

সম্পর্কিত খবর