ত্রিপুরায় মহিলা প্রার্থীকে চরম হেনস্থা, চ্যাংদোলা করে থানা থেকে বের করল বিপ্লব দেবের পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ থানা থেকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হল মহিলা তৃণমূল (tmc) প্রার্থীকে। সমস্যার কেন্দ্রে আবারও নাম উঠল ত্রিপুরার (tripura)। থানায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে, ওই মহিলা তৃণমূল প্রার্থীকেই থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

বিষয়টা হল, আসন্ন আগরতলা পুরভোটে অংশ নিয়েছে তৃণমূল শিবির। সেখানে আগরতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পান্না দেব লড়ছেন তৃণমূলের হয়ে। কিন্তু অভিযোগ উঠেছে বারবার তাঁর প্রচারে বাঁধা দিচ্ছে বিজেপি বাহিনী।

Tripura TMC 2

ওই মহিলা প্রার্থীর কথায়, ‘রবিবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার সময় বিজেপির দ্বারা বাধা প্রাপ্ত হই। পূর্ব থানায় অভিযোগ জানাতেই, তাঁরা আমাকে নিরাপত্তা দেওয়ার কথা বলেন’। এরপর সোমবার সকালে প্রচারে বেরোলে ফের বিজেপির বাহিনীর দুষ্কৃতীরা তাঁদের বাঁধা দেয়। এমনকি তৃণমূল কর্মী সমর্থকদের মারধোর করারও অভিযোগ উঠেছে।

তৃণমূল প্রার্থী আরও জানান, ‘এই ঘটনা পুলিশকে জানাতে গেলে, তাঁরা বলে ওঁরা যখন চাইছে না, তাহলে কেন প্রচার করছেন? প্রাণের ভয় নেই? এরপর আগরতলায় পুলিশের সদরদপ্তরে অভিযোগ জানাতে গেলে, সেখানে উপস্থিত মহিলা পুলিশ কর্মীরা আমাকে চ্যাংদোলা করে থানা থেকে বের করে রাস্তায় বসিয়ে দেয়। তারপর নিয়ে যাওয়া হয় অন্য একটি থানায়’।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যাওয়া পুরভোটের ভারপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির এই আচরণের ঠিকই যোগ্য জবাব দেওয়া হবে। ওঁরা আতঙ্কিত হয়ে পড়েছে’। আবার, এই ঘটনার তীব্র নিন্দা করে স্থানীয় তৃণমূল নেতা আশিসলাল সিং বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করে কাপুরুষের মতো আচরণ করছে বিজেপি’।

Smita Hari

সম্পর্কিত খবর