বাংলাহান্ট ডেস্কঃ ফের সংবাদ শিরোনামে সিভিক ভলান্টিয়ার (civic volunteer)। এক্সাইড মোরে এক ব্যক্তিকে চোর সন্দেহে তাঁর বুকের উপর তা তুলে দেওয়া ঘটনার পর, এবার আইন ভাঙার ঘটনায় নাম জড়াল ৫ জন সিভিক ভলান্টিয়ারের। এমনকি তাঁদের সাসপেন্ডও করে দেওয়া হয় বলে খবর।
কিছুদিন আগেই এক্সাইড থেকে হাওড়াগামী বাস থেকে চোর সন্দেহে ধৃত এক ব্যক্তিকে রাস্তায় ফেলে তাঁর বুকের উপর পা তুলে দিয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার। আর সেই দৃশ্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, চরম নিন্দার সম্মুখীন হয়েছিলেন সেই সিভিক ভলান্টিয়ার। তবে পরবর্তীতে নিজের ভুল স্বীকারও করে নিয়েছিলেন তিনি।
তবে এবারের এই আইন ভাঙার ঘটনাটি ঘটেছে মালদহে (malda)। স্থনীয়রা অভিযোগ তুলেছেন, মালদহের মাণিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় প্রায়শই জুয়ার আসর বসাতেন সিভিক ভলান্টিয়ারা। আর তাঁদের সঙ্গে সেই আসরে অংশ নিতেন এলাকার একাংশ বাসিন্দাও।
এর ফলে আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছিলেন এলাকার মহিলারাই। তবে তাঁদের অভিযোগ ছিল এই ঘটনার পেছনে মূল ইন্ধন রয়েছে পাঁচজন সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নামে মালদহ জেলা পুলিশ। আর যথাযথ প্রমাণও পায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে দেখা যায়, স্থানীয়রা যা অভিযোগ করেছিলেন, তা একেবারেই মিথ্যে নয়। ঘটনার যথাযথ সত্যতা রয়েছে। তদন্তকারীরা বুঝতে পারেন, স্থানীয়দের করা অভিযোগ মিথ্যে নয়। কর্তব্যরত অবস্থায় তাঁরা জুয়ার আসর বসাতেন এবং তা প্রমাণিতও হয়। এই অভিযোগে মালদহ জেলা পুলিশ, ওই ৫ সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করে দেয়।