বাংলাহান্ট ডেস্কঃ অবসরের পর পেনশন পাবেন সদস্যরা, রাজ্যগুলিকে এমনই প্রস্তাব দিল সিপিএমের (cpim) কেন্দ্রীয় কমিটি। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে সহমত হয়েছে কেরালার সরকার। তবে বাংলা এখনও এবিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আলোচনা চলছে।
এই বিষয়ে কেরল সরকার জানিয়েছে, দলের যেসকল সদস্যরা ৭৫ বছরের পর নিজের দায়িত্ব থেকে অবসর নেবেন, তাঁদেরকে দল পেনশন দেবে। পেনশন দেওয়ার পাশাপাশি তাঁদের চিকিৎসা খাতেও খরচ করবে দল। তবে প্রাক্তন বিধায়ক বা সাংসদরা এই নিয়মের বাইরে থাকবেন বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই প্রতিটি জেলা কমিটিকে এই বিষয়ে তহবিল তৈরি করার নির্দেশ দিয়েছে কেরালা সরকার।
এই বিষয়ে কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করেই এই পেনশন দেওয়া হবে। তবে সব রাজ্যের আর্থিক অবস্থা তো সমান নয়। সেই কারণেই রাজ্যের আয় বুঝেই, সদস্যদের পেনশন দেওয়া হবে। তবে আরও জানানো হয়েছে, বয়সের নিয়ম মেনে যারা দল থেকে সরে দাঁড়াবেন, তাঁদের মধ্যে থেকে যদি কেউ সক্ষম থেকে থাকেন, তাহলে তাঁদের দলে রাখা হবে।
প্রসঙ্গত, সদস্যদের পেনশনের বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রয়ী কমিটির সঙ্গে সহমত হয়েছে কেরালা সরকার। এমনকি সেই কারণে তহবিল গোছানোর নির্দেশও দেওয়া হয়েছে প্রতিটি জেলা কমিটিকে। তবে বাংলা এবং অন্যান্য রাজ্যে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি, চলছে আলোচনা।