বাংলা হান্ট ডেস্কঃ গত রবিবার আলিপুর চেতলা রোডের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেখান থেকেই বর্তমান সময়ে চলতে থাকা হিংসা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘সবাই হিংসা হানাহানি করছে আজকের দিনে। বিশ্বে একদিকে চলছে হিন্দুত্ববাদের হিংসা, আর অন্যদিকে চলছে ইসলামাবাদের হিংসা। এসবের মধ্যে একমাত্র বৌদ্ধ ধর্মের মধ্য দিয়েই শান্তি ফিরবে। আর সেই পথ ধরেই আমাদের অহিংসার রাস্তায় এগোতে হবে।”
রবিবার ফিরহাদ হাকিম আরও বলেছিলেন, ‘বিশ্বজুড়ে আজ যখন হিন্দুত্ববাদেও হিংসা, ইসলামবাদেও হিংসা, তথা হিংসা ও হানাহানি চলছে, এই পরিস্থিতিতে আমাদের একমাত্র বুদ্ধদেবই রাস্তা দেখাতে পারেন। যা মানবজাতিকে বাঁচাবে, পৃথিবীকে বাঁচাতে পারবে।”
ওয়াকিবহাল মহলের ধারণা, পরিবহণমন্ত্রী তাঁর এই কথার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন- কোনও ধর্মই কিন্তু মানুষকে হিংসার কথা বলে না। তবে এই সমস্যাটা হয় মৌলবাদী কিছু মানুষের জন্যই। আবার অনেকে তাঁর এই মন্তব্যের মধ্যে দিয়ে ‘দ্য ফেস অফ বুদ্ধিস্ট টেরর’ নামে পরিচিত মুসলিম বিরোধী বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুর উদাহরণও টেনে এনেছেন। যিনি কট্টর জাতীয়তাবাদী এবং রোহিঙ্গা মুসলিম বিরোধী বক্তব্যের জন্য নজরে এসেছিলেন।
তবে এবার নিজের করা সেই মন্তব্যের জেরে ক্ষমাও চেয়ে নিলেন কলকাতা পুরসভা পুর প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন তিনি একটি ট্যুইট করে লেখেন, ‘আমি সকল ধর্মকে সম্মান করি এবং আমার কথায় কারো অনুভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমাপ্রার্থী। আমি এটা বলতে চাইনি, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমার ধর্ম ইসলাম শান্তির ধর্ম এবং আমাকে মানবতা ও অন্য সকল ধর্মকে সম্মান করতে শেখায়।”
I respect all religions, and if my words have hurt anyone’s sentiments, my apologies. I didn’t mean that, my statement was misinterpreted.
My religion Islam is a religion of peace & teaches me to respect humanity & every other religion.— FIRHAD HAKIM (@FirhadHakim) November 15, 2021