বাংলা হান্ট ডেস্কঃ কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের জন্য সময়টা ভালো যাচ্ছে না। একদিকে যখন 2022 কাতার বিশ্বকাপ দেশের জার্সিতে রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে পারে, তখনই সেই বিশ্বকাপের বাছাইপর্বে সার্বিয়ার কাছে বড় হারের জেরে এখন বিশ্বকাপে পৌঁছানোই যথেষ্ট কঠিন হয়ে পড়েছে পর্তুগালের জন্য। এই হারের পর ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা গেল রোনাল্ডোকেও। এমনকি রাগের জেরে অনেক খেলোয়াড়ের সঙ্গে হাতও মেলাননি তিনি। রবিবারের ম্যাচে আসলে প্রথম পর্বেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল, কিন্তু সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা।
রেনাতো সানচেজের গোলে প্রথমার্ধেই 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিল রোনাল্ডোর দল। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। 33 মিনিটের মাথায় দুসান টেডিয়াকের গোলে সমতা ফেরায় সার্বিয়া। দ্বিতীয়ার্ধের সমস্ত সময় জুড়েই মাঠের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু একেবারে শেষ পর্বে 90 মিনিটের মাথায় খেলার ফলাফল সম্পূর্ণ বদলে দেন আলেকজান্ডার মিত্রোভিচ। ডান উইং থেকে করা তার এই দুর্দান্ত গোলে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে সার্বিয়া।
যদিও এদিন পর্তুগাল সবক্ষেত্রেই পিছিয়ে ছিল সার্বিয়ার থেকে। প্রথম থেকেই 58% বলের দখল নিজেদের কাছে রেখেছিল সার্বিয়া, শুধু তাই নয় রোনাল্ডোদের থেকে প্রায় 107 টি পাস বেশি খেলেছিল তারা। পর্তুগালের বিরুদ্ধে এই জয়ের ফলে 20 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপে যোগদান নিশ্চিত করেছে সার্বিয়া। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা রয়েছেন 17 পয়েন্টে।
https://www.instagram.com/p/CWSW3XLAuiY/?utm_medium=copy_link
যার জেরে এই মুহূর্তে তাদের মাথায় রয়েছে আশঙ্কার মেঘ। ফিফা বিশ্বকাপ খেলতে পর্তুগালকে এখন আগামী বছরের মার্চে দুটি প্লে-অফ ম্যাচ খেলতে হবে এবং জিততে হবে। এর কোনও একটিতে হারলেই বিশ্বকাপ খেলার আশা সম্পূর্ণ শেষ হয়ে যাবে রোনাল্ডোদের। আর তাহলে 23 বছরে প্রথমবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না দল। আর সেই কারণেই ম্যাচ শেষে যথেষ্ট ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় রোনাল্ডোকে।