বাংলা হান্ট ডেস্কঃ একটি ষাঁড়ের দাম 1 কোটি, শুনে চোখ কপালে উঠলো নিশ্চয়ই, ভাবছেন গাজাখুঁরি গল্প কথা। কিন্তু মোটেই তা নয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত কৃষি মেলায় এই ষাঁড়ের দর্শন পেতে এখন রীতিমতো উপচে পড়ছে ভিড়। সাধারনত ষাঁড়ের দাম হয় 1 থেকে 2 লক্ষ টাকা তবে এই ষাঁড়টির দাম এত কেন? আসলে কৃষ্ণ নামের এই ষাঁড়টি একটি বিশেষ প্রজাতির।
ষাঁড়ের মালিক বোরেগৌড়া বলেন, এটি অত্যন্ত বিরল প্রজাতির একটি ষাঁড়, এই প্রজাতির নাম হল্লিকার। যা বর্তমানে ভারতবর্ষ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে চলেছে। সেই কারণেই সাড়ে তিন বছরের কৃষ্ণ নামের এই ষাঁড়কে দেখতে রীতিমতো উপচে পড়ছে ভিড়। বোরেগৌরা আরও জানিয়েছেন, এই বিরল প্রজাতির ষাঁড়কে দক্ষিণ ভারতে সমস্ত গো বংশের মূল উৎস রূপে ধরা হয়।
ষাঁড়টির মালিক করেছেন, সঠিকভাবে যত্ন নিলে আগামী ২০ বছর বেঁচে থাকবে। বর্তমানে এর বয়স মাত্র সাড়ে তিন বছর। হাল্লিকার জাতের ষাঁড়ের অনেক বিশেষত্ব রয়েছে। এর ওজন 800 থেকে হাজার কেজি পর্যন্ত। এর দৈর্ঘ্য সাড়ে ছয় থেকে আট ফুট পর্যন্ত।
শুধু তাই নয় প্রজাতিটি ক্রমশ বিলুপ্ত হয়ে আসার কারণে এর শুক্রাণুর দামও এখন ভীষণ রকম বেড়ে গিয়েছে। ষাঁড়ের মালিক জানিয়েছেন, এই মুহূর্তে শুক্রাণু প্রতিটি ডোজ 1000 টাকায় বিক্রি করছেন তারা। শুধু তাই নয়, এর জন্য একটি বিশেষ হল্লিকার জাতের শুক্রাণু ব্যাংকও প্রতিষ্ঠা করা হয়েছে। যাতে পরবর্তী ক্ষেত্রে এই বিশেষ প্রজাতির ষাঁড়টিকে বাঁচিয়ে রাখা যায়।