লড়িতে চড়ে ঘোরা মানুষটা আজ ভারতের সেরা ব্যবসায়ী, মন ছুঁয়ে যাবে আনন্দ মহিন্দ্রার ইতিহাস

বাংলা হান্ট ডেস্কঃ আজ আনন্দ মহিন্দ্রা ভারতের সেরা বিজনেস টাইকুনদের অন্যতম। ব্যবসার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ রকম অ্যাক্টিভ। মাঝে মাঝেই তিনি একাধিক অনুপ্রেরণামূলক ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। মহিন্দ্র গ্রুপের চেয়ারম্যান সম্প্রতি তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের পুরনো জীবনের কথা সকলের সাথে ভাগ করে নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে দ্রুত ভাইরাল হচ্ছে।

50 বছর আগে 1972 সালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তিনি নিজেই জানিয়েছেন এ সময় তার বয়স ছিল 17 বছর। তিনি এবং তার এক বন্ধু প্রায়ই বোম্বে থেকে পুনা অবধি ট্রাকে চড়ে যেতেন। সেই স্মৃতির কথাই সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

টুইটে ছবির সাথেই রয়েছে তার একটি ক্যাপশন। সেই ক্যাপশনে তিনি লেখেন, “যৌবনের সেরা সপ্তাহান্তের কথা মনে পড়ছে। 1972 সালে আমার বয়স ছিল 17 বছর। আমি এবং আমার এক বন্ধু প্রায়ই ‘বোম্বে’ থেকে ‘পুনা’ পর্যন্ত ট্রাকে চড়ে যেতাম। হয়তো তখনই খোলা রাস্তার প্রেমে পড়েছিলাম। সেই সময় বলিউডের ছবি ‘পরিচয়’ এসেছিল এবং আমরা ‘মুসাফির হুঁ ইয়ারো’ গাইতে যাচ্ছিলাম।”

https://twitter.com/anandmahindra/status/1459426437232947200?t=gslUcIGfm8iiNR2a6pmJYw&s=19

অটো-মোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আনন্দ মহিন্দ্রা একটি পরিচিত নাম। ইতিমধ্যেই তার এই পোস্ট 24 হাজার লাইক পেয়ে গিয়েছে। জানিয়ে রাখি মহিন্দ্রা গ্রুপ নিজেদের যাত্রা শুরু করে 1947 সালে। সময় তাদের প্রথম উইলিজ জিপি তৈরি হয়। এই মুহূর্তে তাদের মোট সম্পত্তির পরিমাণ 19.4 বিলিয়ন ডলার। আজ সেই বিজনেস টাইকুনই শেয়ার করলেন নিজের ছোটবেলার স্মৃতি কথা।

Abhirup Das

সম্পর্কিত খবর