বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের পক্ষ থেকে BSF-র কাজের পরিধি বৃদ্ধি করতেই বেঁকে বসে রাজ্য সরকার। শুরু হয় নানারকম বিরুদ্ধাচারণ। এমনকি এবিষয়ে আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বিধানসভায় বিএসএফ-র বিরুদ্ধে অশালীন ও নিম্নরুচির শব্দ প্রয়োগের অভিযোগ তুলে সরব হলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এমনকি এদিন BSF-র এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাবও পাস হয়ে যায়।
এসবের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী সোচ্চার হয়ে বলেন, ‘বিধানসভায় অশালীন ও নিম্নরুচির শব্দ প্রয়োগ করা হয়েছে বিএসএফ-র বিরুদ্ধে। আমরা কোন পয়েন্ট অফ অর্ডার না তুললেও, অধ্যক্ষ এই কথাগুলি কার্যবিবরণী থেকে বাদ দেন কিনা, তা দেখছিলাম। এদিনের ঘটনায় মনে হচ্ছিল পাকিস্তান বা আফগানিস্তানের কোনও প্রদেশের অ্য়াসেম্বলি বা পার্লামেন্টে বসে আছি আমরা। একজন ভারতীয় হিসেবে অস্বস্তি বোধ হচ্ছিল’।
তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীজির নাম না করেই স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছে পেছনের দরজা দিয়ে ঢুকে দখল করে নিচ্ছে! কে কি দখল করছে? পশ্চিমবঙ্গটাকে কি বাংলাস্থান বলে আলাদা একটা দেশ করতে চাইছে তৃণমূল? রাজ্য সরকার তো সীমান্তের নিরাপত্তাকে কোন গুরুত্বই দিচ্ছে না। ৫০ কিমি নয়, ৮০ কিমি পর্যন্ত বাড়ানো উচিৎ ছিল BSF-র কাজের পরিধি’।
প্রসঙ্গত, প্রথম থেকেই আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিমি পর্যন্ত ছিল BSF-র কাজের পরিধি। বর্তমানে সেই পরিধি বাড়িয়ে ৫০ কিমি এলাকা পর্যন্ত করেছে কেন্দ্র সরকার। কিন্তু এই বিষয়কে মেনে নিতে পারছে না রাজ্য সরকার। তাঁদের বক্তব্য, কেন রাজ্য পুলিশের এলাকায় BSF-র ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে?