বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY) এর অধীনে এখনও যদি অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে অবিলম্বে খুলে নিন এই অ্যাকাউন্ট। সরকার কর্তৃক চালু করা আর্থিক কর্মসূচিগুলির মধ্যে একটি হল এই PMJDY। এই প্রকল্পের অধীনে দরিদ্র ব্যক্তিও ব্যাঙ্কের বই খুলতে পারবেন এবং পেয়ে যাবেন নানারকমের আর্থিক সুবিধা।
গ্রাহকের ব্যাঙ্কিং/সঞ্চয় এবং আমানত অ্যাকাউন্ট, রেমিটেন্স, ঋণ, বীমা, পেনশনের অ্যাক্সেস নিশ্চিত করে PMJDY। যে কোনও ব্যাঙ্কের শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট আউটলেটে এটি খোলা যেতে পারে। শূন্য ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যায়।
PMJDY-র অধীনে অ্যাকাউন্ট হোল্ডারকে মোট ১.৩০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়। এর মধ্যে ১ লক্ষ টাকা হচ্ছে দুর্ঘটনা বীমা এবং বাকি ৩০ হাজার টাকা সাধারণ বীমা হিসেবে দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার দুর্ঘটনায় আহত হলে পাবেন ৩০ হাজার টাকা এবং মারা গেলে তাঁর পরিবার পাবে ১ লক্ষ টাকা।
ভারতে ১০ বছর বা তার বেশি সময় ধরে বসবাসকারী ব্যক্তি এই PMJDY-র সুবিধা পাবেন। তবে এই অ্যাকাউন্ট খোলার আগে KYC-এর অধীনে নথিগুলির যাচাইকরণ করা প্রয়োজন। এছাড়াও গ্রাহকের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, মনরেগা জব কার্ড প্রয়োজন।
PMJDY-তে প্রাপ্ত সুবিধাগুলো হল-
অ্যাকাউন্টে গ্রাহককে নূন্যতম কোন অর্থ রাখতে হবে না।
সুদ জমা হতে থাকবে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো করেই।
১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা পাবেন গ্রাহক।
নগদ তোলা এবং কেনাকাটার জন্য RuPay কার্ড ব্যবহার করতে পারবেন।
সেইসঙ্গে বিনামূল্যে থাকছে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও।