সাধারণ কামরায় ঠাসাঠাসি করে যাওয়ার দিন শেষ, বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্কঃ যাত্রী সুবিধার্থে এক নয়া ভাবনা রেলের। থাকবে না কোন সাধারণ কামরা, সমস্ত কামরাই বাতানুকূল (AC) করার পরিকল্পনা করছে ভারতীয় রেলওয়ে (indian railways)। যাতে করে এবার থেকে দূর যাত্রায় ভ্রমণকালে সাধারণ কামরায় ঠেলাঠেলি করে আর যেতে হবে না যাত্রীদের।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এই নতুন চিন্তাধারা ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের। তবে এখনই এই বিষয়ে রেল কোন মন্তব্য করেনি রেল কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, ‘জেনারেল’ কামরা আর রাখা হবে না দুরপাল্লার ট্রেনে। তার বদলে সংরক্ষিত বাতানুকূল কামরা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে রেল। সুবিধা হবে যাত্রীদের।

indian railways trains 660 150720101515 160221042443

এরই মধ্যে দূরপাল্লার ট্রেনগুলির সাধারণ কোচগুলিকে এসি বগিতে রূপান্তর করার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। এমনকি পঞ্জাবের কপুরথালায় নতুন এসি কামরাগুলি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছ বলে খবর।

জানা গিয়েছে, এই নতুন কামরাগুলোর দরজা হবে স্বয়ংক্রিয়। রেলওয়ের একজন আধিকারিকের কথায়, এই সাধারণ এসি কোচগুলিতে ১০০- ২০০ যাত্রীর বসার ব্যবস্থা করা হচ্ছে। তবে এসি হলেও টিকিটের ভাড়া বেশকিছুটা কম রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমান সময়ে রাজধানী, দুরন্ত, শতাব্দী, বন্দে ভারত, তেজসের মতো প্রথম সারির কয়েকটি ট্রেন বাদে, বাকি ট্রেনগুলোতে দ্বিতীয় শ্রেণির কামরাও রয়েছে। আর সেগুলোতেই এই নতুন ধরনের কামরা রাখার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ। তবে সম্প্রতি সময়ে বাতানুকুল ইকোনমি কামরাও করেছে ভারতীয় রেল। যার ভাড়া এসি-৩ টায়ারের তুলনায় বেশ কম।

Smita Hari

সম্পর্কিত খবর