‘গানের অনুষ্ঠান বিকেলে কোরো’, বিধানসভায় গরহাজির থাকায় অদিতি মুন্সিকে ধমক মুখ‍্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: গানের অনুষ্ঠান থাকলে তা বিকেলে করতে হবে। সকালে বিধানসভায় আসতে হবে, বুধবার বিধায়ক গায়িকা অদিতি মুন্সিকে (aditi munshi) এমনি কড়া বার্তা দিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee)। এদিন মধ‍্যমগ্রামে প্রশাসনিক বৈঠক ছিল মুখ‍্যমন্ত্রীর। বিধায়কদের থেকে নিজের নিজের এলাকার সমস‍্যা শুনে তা সমাধানের উপায় আলোচনা করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট কীর্তন গায়িকা তথা রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সিও। যথারীতি তাঁর থেকে এলাকার সমস‍্যা কী আছে তা জানতে চান মুখ‍্যমন্ত্রী। উত্তরে অদিতি জানান এলাকায় বর্ষাকালে জমা জলের জন‍্য স্থানীয়দের খুবই সমস‍্যায় পড়তে হয়। মুখ‍্যমন্ত্রী তখন তাঁকে সরাসরি দফতরের সচিবের সঙ্গে কথা বলিয়ে দেন। সঙ্গে তিনি এও বলেন, বিধায়ক হিসেবে অদিতি যেন একটি লিখিত প্রস্তাব জমা দেন।

e0432d2b1814e910762e395352157a86
এরপরেই মমতার প্রশ্ন আসে, মঙ্গলবার অদিতি বিধানসভায় উপস্থিত ছিলেন? বিধায়ক গায়িকা সাফাই দেন, গানের অনুষ্ঠান থাকায় তিনি আসতে পারেননি। শুনে মমতা স্পষ্ট জানিয়ে দেন, গানের অনুষ্ঠান থাকলে সেটা বিকেলে রাখতে হবে। সকালে বিধানসভায় হাজিরা দিতে হবে। বিশেষ করে যদি বিধানসভায় ভোট থাকে তবে উপস্থিত থাকা বাধ‍্যতামূলক।

অবশ‍্য বিধানসভায় উপস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেও মমতা অদিতির গানের প্রশংসাও করেন। তিনি জানান, ছটপুজোর সময়ে মেদিনীপুরে গিয়ে কীর্তন গায়িকা অনুষ্ঠান করে এসেছেন। সেটাও তিনি জানেন। অদিতির পাশাপাশি অন‍্য বিধায়কদেরও বিধানসভায় উপস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দেন মুখ‍্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনের আগে আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অদিতি। তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার নিজেই রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। রাজারহাট গোপালপুর আসনে তৃণমূলের হয়ে ভোটে যেতেন অদিতি। এর আগেও তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ‍্য, ২০১৮ সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি।

Niranjana Nag

সম্পর্কিত খবর