রোহিত শর্মার অধিনায়কত্বে খুশি নন এই ভারতীয় দিজ্ঞজ, উগরে দিলেন ক্ষোভ

বাংলা হান্ট ডেস্কঃ জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়ে ব্যবধান বাড়িয়ে নিয়েছে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সাফল্য পেয়েছেন রোহিত শর্মা। একদিকে যেমন ব্যাট হাতে করেছেন 48 রান, তেমনি অন্যদিকে অধিনায়ক হিসেবেও দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন। স্বাভাবিকভাবেই তার প্রশংসায় এখন পঞ্চমুখ সকলে। তবে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া কিন্তু রোহিতের সমস্ত সিদ্ধান্তের সাথে সহমত নন। তার মতে মোটের ওপর ভালো অধিনায়কত্ব করলেও এই ম্যাচে একটি বড় ভুল করেছেন রোহিত শর্মা।

হার্দিক পান্ডিয়ার জায়গায় এবার দলে সুযোগ দেওয়া হয়েছিল উঠতি অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাকে 6 নম্বরে খেলার সুযোগও করে দিয়েছিলেন রোহিত। কিন্তু অলরাউন্ডার হার্দিকের জায়গায় তাকে দলে নিলেও নিউজিল্যান্ডের বিপক্ষে একটিও ওভার তার হাতে তুলে দেন নি ভারত অধিনায়ক। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার মতে ভেঙ্কটেশকে এই ম্যাচে বল করার সুযোগ না দিয়ে বড় ভুল করেছেন হিটম্যান।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং না করিয়ে রোহিত শর্মা বড় ভুল করেছেন। এই ভারতীয় দলের একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার এবং সেই কারণেই রোহিত শর্মা ভেঙ্কটেশ আইয়ারকে ছয় নম্বরে খেলালেন। তবে ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং করালেন না রোহিত শর্মা।”

আকাশের মতে দীপক এবং সিরাজ সেভাবে ফর্মে ছিলেন না। এমতাবস্থায় রোহিতের কাছে সুযোগ ছিল ভেঙ্কটেশ কে একবার পরীক্ষা করে দেখার। কিন্তু সেই সুযোগ ব্যবহার করেননি তিনি। আকাশ বলেন, “আমি বলব যে রোহিত শর্মা সম্ভবত প্রথমবার ভুল করেছেন, কারণ সাধারণত তার অধিনায়কত্ব খুব ভাল। ভেঙ্কটেশ আইয়ারকে বল করানো যেত। ভারতীয় দল টস জিতে প্রথমে ফিল্ডিং করায় প্রতিপক্ষ দলও চাপে ছিল। তাই তাদের বিপক্ষে অবশ্যই বোলিং করানো উচিত ছিল, কারণ দীপক চাহার ও মহম্মদ সিরাজ ছন্দে ছিলেন না।”

 

Abhirup Das

সম্পর্কিত খবর