টিম পেন সমেত ১৪ ক্রিকেটার যুক্ত ‘যৌন অপরাধে”, সবথেকে বেশি কুখ্যাত পাকিস্তানি প্লেয়াররা

বাংলা হান্ট ডেস্কঃ ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে এক মহিলাকে অশ্লীল ভিডিও এবং ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল। কার্যত এই অভিযোগ স্বীকারও করে নিয়েছেন টিম এবং পদত্যাগ করেছেন নিজের অধিনায়ক পদ থেকে। তবে টিম পেইন প্রথম খেলোয়াড় নন তিনি এ ধরনের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন, আসুন আজ জেনে নেওয়া যাক 14 জন এমন খেলোয়াড়ের নাম যারা কোনো না কোনো সময় এ ধরনের অশ্লীল ঘটনায় জড়িয়ে পড়েছেন।

Shane Warne

শেন ওয়ার্নঃ

অস্ট্রেলিয়ার এই তারকা লেগ স্পিনার একাধিকবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে শিরোনামে উঠে এসেছেন। তার বিরুদ্ধে এক ব্রিটিশ নার্সকে হেনস্থা করারও অভিযোগ উঠেছিল। এছাড়াও একাধিক মডেলের সঙ্গে তার নাম জড়িয়েছে।

afridi 4

শাহিদ আফ্রিদিঃ

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার কারণে কেনিয়ার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে যান শাহিদ আফ্রিদি। আফ্রিদি, আতেক-উজ-জামানন্দ এবং হাসান রাজাকে কয়েকজন মেয়েসহ হোটেলের একটি ঘরে ধরা পড়েন। যদিও শাহিদ দাবি করেছিলেন ওই মহিলারা তার কাছে অটোগ্রাফ নিতে এসেছিল।

IMG 20211107 175912

ক্রিস গেইলঃ

ইউনিভার্স বস ক্রিস গেইলের নামও একাধিকবার মহিলা কেলেঙ্কারিতে জড়িয়েছে। 2012 আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন কয়েকজন ব্রিটিশ মহিলাসহ হোটেলের একটি ঘরে ধরা পড়েন ক্রিস গেইল।

kevin pietersen

কেভিন পিটারসনঃ

তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসনও জড়িয়ে পড়েছিলেন মহিলা কেলেঙ্কারিতে। প্লেবয় মডেল ভেনেসা নিম্মোর সাথে ব্রেকআপ হওয়ার পর নিম্মো তার সম্পর্কে বেশকিছু চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন। তিনি বলেছিলেন যে কেভিন যৌনতার জন্য মরিয়া ছিল এবং সারাদিন তাকে হয়রানি করত।

802316 671582 mohammad shami zee

মহম্মদ শামিঃ

ভারতীয় গতি তারকা মহম্মদ শামির বিরুদ্ধেও স্ত্রী হাসিন জাহান যৌন হয়রানি এবং ঘরোয়া হিংসার অভিযোগ এনেছিলেন। তার দাবি ছিল তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত।

ইয়ান বোথামঃ

ইংল্যান্ডের অন্যতম সেরা অলরাউন্ডার ইয়ান বোথামের বিরুদ্ধেও স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছিল। একজন অস্ট্রেলিয়ান ওয়েট্রেসের সঙ্গে বোথামের সম্পর্ক ছিল এবং এ বিষয়ে কিছুই জানাননি তিনIMG 20210811 201706

বাবর আজমঃ

পাক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধেও কয়েকদিন আগে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। হামিজা মুখতার নামক ওই মহিলা জানিয়েছেন, বাবর তার সহপাঠী ছিলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন।

images 2021 09 23T215026.106

শাহীন আফ্রিদিঃ

পাকিস্তানের হয়ে এবারের বিশ্বকাপে রীতিমতো সুপারস্টার হয়ে উঠেছিলেন শাহীন আফ্রিদি। তবে তার বিরুদ্ধেও ফারিহা নামের এক মহিলার যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তার দাবি, শাহীন মহিলাদের সঙ্গে ফ্লার্ট করেন এবং তাদেরকে ফাঁদে ফেলে তাদের শরীর নিয়ে খেলা করেন।

ইমাম উল হকঃ

প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম উল হকের ভাগ্নে ইমাম পাকিস্তানের অন্যতম একজন তারকা ক্রিকেটার। তবে তার নামেও এ ধরনের কুৎসিত অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আটজন মহিলার সঙ্গে ফ্লার্ট করার অভিযোগ উঠেছে। এমনকি তার বেশ কিছু স্ক্রীনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

herschelle gibbs1

হার্সেল গিবসঃ

সাউথ আফ্রিকার বিধ্বংসী ওপেনার হার্সেল গিবসের নামও জড়িয়েছে এধরনের ঘটনার সঙ্গে। গিবস নিজেই তার আত্মজীবনী টু দ্য পয়েন্ট-এ এ ধরনের বেশ কিছু ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি নিজেই জানিয়েছেন 1999 সালের বিশ্বকাপে করা তার দুরন্ত শতরানটি আসলে এক মহিলার দ্বারা অনুপ্রাণিত যিনি তার পাশের বিছানায় শুয়ে ছিলেন।

images 2021 10 05T163530.504

আব্দুল রাজ্জাকঃ

পাকিস্তানি এই অলরাউন্ডারেরও বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল। প্রায় 5-6 জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এই 39 বছর বয়সী ক্রিকেটারের।

মাইক গ্যাটিংঃ

মাইক ক্রিকেটে অনেক বেশি পরিচিত ওয়ার্নের কারনে, কারণ ওয়ার্ন যে বলে তাকে বোল্ড করেন তাই ইতিমধ্যেই শতাব্দীর শ্রেষ্ঠ বল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে ইংল্যান্ডের এই কিংবদন্তীও বারমেড লুইস শিপম্যানের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।

ড্যারিল টাফিঃ

সৌরভ শচীনের সময়কার ক্রিকেটভক্ত হলে টাফির নাম আপনি অবশ্যই শুনে থাকবেন। নিউজিল্যান্ডের কিংবদন্তি তারকা একাধিকবার বড় বড় ব্যাটসম্যানকে সমস্যায় ফেলেছেন। 2005 সালে এক ইংরেজ পর্যটক একটি সেলুলার শপে একজন সেলস গার্লের সঙ্গে টাফিকে যৌন সম্পর্ক করতে দেখেন এবং তিনি তার মোবাইলে এই দৃশ্য রেকর্ড করেন বলেও খবর চাউর হয়। যদিও পরে আর এই পর্যটকের কোন সন্ধান মেলেনি। এমনকি ওই মহিলাও এই ঘটনা অস্বীকার করেন।

 

Abhirup Das

সম্পর্কিত খবর