বাংলাহান্ট ডেস্কঃ কাশ্মীরের (Kashmir) আবারও সাফল্য মিলল ভারতীয় সেনাবাহিনীর (indian army)। কুলগামে (Kulgam) সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি (Terrorist)। ঘটনাস্থল থেকে স্কুলপড়ুয়া সহ ৬০ জনকে উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় এখনও তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।
সূত্রের খবর, সেনাদের কাছে খবর ছিল কুলগামের আশমুজি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। সেখানেই অতর্কিতে তল্লাশি চালাতেই, বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই।
চলতে থাকা এই গুলির লড়াইয়ে সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি। ঘটনাস্থলেই আটকে ছিল ৬০ জন। তাঁদেরকে সরিয়ে অন্যত্র সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। আরও জানা যায়, উদ্ধার করা ওই ৬০ জনের মধ্যে বেশ কয়েকজন ছিল স্কুলপড়ুয়াও। এখনও ওই এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে সেনারা।
কিছুদিন আগেই গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, জম্মু -কাশ্মীরে টার্গেট কিলিংয়ের জন্য ২০০ জনের তালিকা প্রস্তুত করেছে সন্ত্রাসবাদীরা। সেই তালিকায় রয়েছে তথ্যদাতা, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ গণমাধ্যমকর্মী, উপত্যকার বাইরের লোক এবং কাশ্মীরি পণ্ডিতদের গাড়ির নম্বর সহ তাঁদের নাম।
রিপোর্ট আরও বলছে, ২১ শে সেপ্টেম্বরে পাকিস্তানের মুজাফফরাবাদে সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি বৈঠক সম্পন্ন হয়। সেখানে অংশ নিয়েছিল জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং আলবদর সহ বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠন।
সূত্রের খবর, সেখানে আলোচনা করা হয় সকল তানজিমের লোকদের এক করে একটি নতুন সংগঠন গড়ে তোলা হবে। যাদের টার্গেট পয়েন্টে থাকবে শুধুমাত্র তথ্যদাতা, গোয়েন্দা সংস্থার লোকজন, উপত্যকার বাইরের লোক এবং আরএসএস এবং বিজেপির লোকেরা।