বাংলা হান্ট ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছিল তরুণ জোরে বোলার হর্ষল প্যাটেলের। আর নিজের প্রথম ম্যাচেই রীতিমতো কামাল করে দিয়েছেন তিনি। একদিকে যেমন বল হাতে তিনি খরচ করেন মাত্র 25 রান, তেমনি তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেটও। হর্ষলের এই আগুনে বোলিংয়ের কারণেই নিউজিল্যান্ডের মত দলকেও সহজেই 153 রানে আটকে দিতে পেরেছিল ভারত।
তার এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারও তুলে দেওয়া হয় হর্ষলের হাতেই। ভারতের হয়ে নিজের অভিষেক ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার, এর চেয়ে ভালো স্বপ্ন বোধহয় আর কিছুই হতে পারে না একজন ক্রিকেটারের জন্য। শুক্রবার রাঁচিতে সেই স্বপ্নই পূরণ করেছেন হর্ষল। জানিয়ে রাখি শুধু মহম্মদ শামি কিংবা জাসপ্রিত বুমরাহ নয়, নিজেদের অভিষেক ম্যাচে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাও।
শুক্রবার এই কৃতিত্ব অর্জনের সাথে সাথে তাই এক বিড়াল তালিকায় নিজের নাম তুলে ফেললেন হর্ষল। নিজের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নেওয়া নবম ভারতীয় ক্রিকেটার হলেন তিনি। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন দীনেশ কার্তিক, সুব্রামানিয়াম বদ্রিনাথ, প্রজ্ঞান ওঝা, অক্ষর প্যাটেল, বারিন্দর শরণ, ঈশান কিশাণ এবং নবদীপ সাইনি।
প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার 154 রান তাড়া করতে নেমে রোহিত শর্মার 55 এবং কে এল রাহুলের 65 রানের দৌলতে সহজেই এই ম্যাচ জিতে নিয়েছিল ভারত। এরই সাথে সাথে পার্মানেন্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজও পকেটস্থ করেছেন রোহিত। এখন রবিবারের ম্যাচে ভারত হারলেও সিরিজ হারের ভয় থাকছে না তাদের।