বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল (All India Trinamool Congress) নেতা মহরম শেখ। কিন্তু সেবার তিনি প্রাণে বেঁচে যান। এরপর শনিবার আবারও তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে একেবারে বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলি খেয়ে লুটিয়ে পড়েন তৃণমূলের নেতা। তবে, এবার তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। রবিবার ভোর বেলায় SSKM হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহরম শেখ।
নিহত তৃণমূল নেতার পরিবার জানিয়েছে, শনিবার সন্ধে বেলায় মোটরবাইকে করে তিনজন দুষ্কৃতী এসে গুলি চালায়। দুষ্কৃতীদের গুলি খাওয়ার পর বাড়ির সামনে মাটিতে লুটিয়ে পড়েন মহরম শেখ। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এসএসকেএমে ট্র্যান্সফার করা হয়।
এলাকার বাসিন্দারা জানান, মোট ৮ থেকে ৯ জন দুষ্কৃতী ছিল। তাঁরা তিনটি মোটরবাইকে করে চেপে এসেছিল। মহরম শেখকে দেখে তাঁরা এলোপাথাড়ি গুলি চালানো শুরু করে দেয়। গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মহরম শেখ। তাঁর পেটে, কাঁধে ও মাথায় গুলি লাগে বলে দাবি করেন স্থানীয়রা। এলাকাবাসী জানায়, স্থানীয় দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রাউফের নেতৃত্বে এই হামলা হয়।
ঘটনার পর গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। পুলিশ অভিযুক্তদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে। স্থানীয় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন যে, এর পিছনে বিরোধীদের হাত রয়েছে। যদিও, বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং পাল্টা তাঁরা এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি করেছে।