মেসি, রোনাল্ডো নাকি লেওয়ানডস্কি, সেরার শিরোপা জিতবেন কে?

 

বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশিত হয়েছে ২০২১ সালের ফিফার বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীত ক্রীড়াব্যক্তিত্ব-দের তালিকা। প্রত্যাশিত ভাবেই ফুটবলারদের সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুই মহাতারকার সাথে রয়েছেন লিভারপুলের উইঙ্গার ‘মহম্মদ সালাহ’, চেলসির মাঝমাঠের দুই সৈনিক জর্জিনহো এবং ‘এন গোলো কান্তে’, বায়ার্ন মিউনিখের গোলমেশিন ‘রবার্ট লেওয়ানডস্কি’, প্যারিস সেন্ট জার্মেইন-এর তরুণ তারকা ‘কিলিয়ান এমব্যাপে’, ব্রাজিলের সুপারস্টার ‘নেইমার জুনিয়র’, বুরুশিয়া ডর্টমুন্ড-এর তরুণ তুর্কি এরলিং হ্যাল্যান্ড, ম্যানচেস্টার সিটি-র মিডফিল্ড জেনারেল ‘কেভিন দি ব্রুইন’ এবং রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ তারকা ‘করিম বেনজেমা’।

ফিফা বর্ষসেরা কোচেদের তালিকাও প্রকাশিত হয়েছে। তাতে রয়েছেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ ও বর্তমানে জার্মানির জাতীয় দলের কোচ ‘হ্যান্সি ফ্লিক’, চেলসির জার্মান কোচ ‘টমাস টুচেল’, অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ‘দিয়েগো সিমিওনে এবং প্রাক্তন ইন্টার মিলান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কোলানি এবং বর্তমান স্পার্স কোচ আন্তোনিও কন্তে। প্রত্যেক কোচই গত মরশুমে নিজেদের দলকে এনে দিয়েছিলেন অভাবনীয় সাফল্য।

তবে কোচেদের সাফল্যর দৌড়ে সবথেকে এগিয়ে যে দুজন রয়েছেন তারা হলেন ইতালিকে ইউরো জেতানো কোচ রবার্তো মানচিনি এবং ম্যানচেস্টার সিটি-কে প্রিমিয়ার লিগ জেতানো কোচ পেপ গুয়ার্দিওয়ালা। আশঙ্কা করা হচ্ছে সেরার শিরোপা উঠতে পারে এই দুজনের মধ্যে কারোর হাতেই।

বিশেষজ্ঞদের দিয়ে সেরার ক্যাটাগরিতে এই ফুটবলার এবং কোচেদের বেছে নেওয়া হয়েছে। এছাড়াও থাকছে শ্রেষ্ঠ গোলকিপার, শ্রেষ্ঠ মহিলা গোলকিপার, শ্রেষ্ঠ মহিলা ফুটবলার এবং শ্রেষ্ঠ মহিলা কোচের পুরস্কার। সেই সঙ্গে ফিফার তরফ থেকে দেওয়া হবে ফেয়ার প্লে এবং ফ্যান আ্যাওয়ার্ড। জানুয়ারি মাসে প্রত্যেক বিভাগে জয়ীর নাম ঘোষণা করা হবে। ফুটবল ভক্ত, ফিফার অন্তর্গত প্রতিটি দেশের ফুটবল দলের অধিনায়ক এবং কোচ এবং বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিকদের ভোট-কে একত্রিত করে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর