উধাও হয়েছে শীত, এরই মধ্যে বাংলার এই ৪ জেলায় হবে বৃষ্টিপাত: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ অগ্রহায়ণ চলে এলেও, জাঁকিয়ে শীতের পরিস্থিতি এখনও শুরু হয়নি। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, পুজোর সময় প্রাক শীতের মরশুমে কিছুটা ঠান্ডা উপভোগ করলেও, বর্তমানে কিছুটা হলেও চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাড়ছে গরম।

আবার, নিম্নচাপের কারণে এই পরিস্থিতি হচ্ছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যাতে করে নভেম্বরের শেষের দিকে হালকা গরমের কারণে পাখা চালাতেও হতে পারে বঙ্গবাসীকে। তবে নিম্নচাপের কারণে, সপ্তাহান্তে বৃষ্টির হাত ধরেই রাজ্যে কনকনে ঠান্ডার আগমনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। তবে আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে একাংশ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

kf42ga9k delhi cold weather delhi winter pti photo 625x300 20 November 20 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা20° C
আদ্রতা82%
বাতাস11 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা এবং রাতের দিকে হালকা বৃষ্টি হাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

cold 6484800 835x547 m

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাজ্যে প্রবেশ করে গিয়েছে শীতল উত্তুরে হাওয়া। এবার জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করছে বঙ্গবাসী। তবে ইতিমধ্যেই আলমারি থেকে বাঙালির আলনায় জায়গা করে নিয়েছে শীত পোশাক। জমিয়ে শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী। আর এখনই তো একদিকে পিকনিক, আর অন্যদিকে পিঠে পুলি খাওয়ার সময়।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ও রাতের দিকে আবছা রোদ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর