বাংলাহান্ট ডেস্কঃ হিমাচল প্রদেশে (himachal pradesh) বড় ধাক্কা খেল বিজেপি (bjp) শিবির। নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন প্রাক্তন সাংসদ কৃপাল পারমার (Kripal Parmar)। উপনির্বাচনে পরাজয়ের পরে, গুরুত্বপূর্ণ কোর গ্রুপ এবং রাজ্য কার্যনির্বাহী বৈঠক ছিল। আর তাঁর ঠিক একদিন আগেই, দলের নেতৃত্বকে স্বৈরাচারী বলে অভিহিত করে পদত্যাগ করলেন হিমাচল বিজেপির সহ-সভাপতি এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ কৃপাল পারমার।
জেপি নাড্ডার ঘনিষ্ঠ এই নেতা গত মাসেই বলেছিলেন, দলের বর্তমান পরিস্থিতিতে তাঁর মতো সিনিয়র নেতা অপমানিত বোধ করছেন। সঙ্গে তিনি আরও বলেছিলেন, এই বিষয় নিয়ে দলের সভায় প্রশ্ন তোলার চেষ্টা করলেও, দলীয় নেতৃত্বরা তা শুনতে নারাজ ছিলেন। এইসকল বিভিন্ন কারণ দেখিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। তবে পদ ছাড়লেও, দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন কৃপাল পারমার।
আগামী ২৬ শে নভেম্বরেই রয়েছে বিজেপির বিধানসভা দলের বৈঠক। আর তাঁর ঠিক আগেই কৃপাল পারমারের পদত্যাগ নিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে বিজেপি শিবির। ধারণা করা হচ্ছে কৃপাল পারমারের দেখাদেখি আরও কয়েকজন সদস্যও তাঁদের পদ ছেড়ে যেতে পারেন। উপনির্বাচনের পরাজয়ের বিশ্লেষণ এবং সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার বৈঠকের পূর্বেই এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির।
কৃপাল পারমার পদত্যাগ করলেও, দল ছাড়ছেন না বলেই জানিয়েছেন। আবার ধারণা করা হচ্ছে, দলের এই সিনিয়র নেতার পদত্যাগের প্রভাব দলের বাকি বর্ষীয়ান নেতৃত্বদের উপরও দেখা দিতে পারে। যার ফলে, বিশিষ্ট কয়েকজনের দল কিংবা পদ ছাড়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে।