দীর্ঘ দশ বছর ধরে ভুগছেন জটিল রোগে, চিকিৎসার শেষ দিনের ভিডিও শেয়ার করলেন অনিল কাপুর

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে অনিল কাপুরের (anil kapoor) সোশ‍্যাল মিডিয়া পোস্ট দেখে চিন্তায় পড়লেন অনুরাগীরা। নিজের পোস্টে চিকিৎসার কথা উল্লেখ করেছেন তিনি। এই পোস্ট দেখেই চিন্তায় পড়েছেন নেটনাগরিকরা। কোন গুরুতর অসুখে ভুগছেন অভিনেতা? নাহলে হঠাৎ চিকিৎসার কথা তুলবেন কেন তিনি? চিন্তিত হয়ে পড়েছেন অনিল ভক্তরা।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার ক‍রেছেন অনিল। কালো লং কোট, মাথায় টুপি পরে আপাদমস্তক শীত পোশাকে মুড়ে জার্মানির রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘বরফের মধ‍্যে সেরা হাঁটা! জার্মানিতে শেষ দিন! আমার চিকিৎসার শেষ দিনে ডা: মুলারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওঁর জাদুর ছোঁয়ার জন‍্য অনেক অনেক ধন‍্যবাদ।’

anil kumar
তুষারপাতের মধ‍্যে দিয়ে হেঁটে যাচ্ছেন অনিল। ব‍্যাকগ্রাউন্ডে রণবীর কাপুর অভিনীত ‘রকস্টার’ ছবির ‘ফির সে উড় চলা’ গানটি জুড়ে দিয়েছেন। আসন্ন ছবি ‘যুগ যুগ জিও’তে সহ অভিনেত্রী নীতু কাপুর কমেন্ট করেছেন অনিলের পোস্টে। তবে অনেকেই প্রশ্ন করেছেন কীসের চিকিৎসা করাচ্ছেন অনিল। একজন প্রশ্ন করেছেন, ‘স‍্যার আপনি তো গত বছর বলেছিলেন যে ডা: মুলার সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন আপনাকে? আশা করছি আপনি ঠিক আছেন?’

https://www.instagram.com/reel/CWu6Sc-DgxL/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, গত বছরেই অনিল জানিয়েছিলেন নিজের গুরুতর অসুখের কথা। Achilles Tendinitis নামে হাড়ের রোগে গত দশ বছর ধরে ভুগছেন তিনি। তিনি জানিয়েছিলেন, সারা বিশ্বের চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিল। কিন্তু এই ডা: মুলার তাঁকে অস্ত্রোপচার না করেই সুস্থ করে তোলেন। খুঁড়িয়ে হাঁটতে হত তাঁকে। সেখান থেকে হাঁটা, তারপর দৌড়ানো, সেখান থেকে স্কিপিংও করেছেন অনিল।

https://www.instagram.com/p/CGZdByaBD-B/?utm_medium=copy_link

প্রসঙ্গত, ইন্ডাস্ট্রিতে বহুদিনই হয়ে গিয়েছে অনিল কাপুরের। কিন্তু বয়স যত বাড়ছে ততই পাল্লা দিয়ে তারুণ‍্যও বাড়ছে অভিনেতার। উইকিপিডিয়া বলছে, বয়স তাঁর ৬৪ বছর। নাতি নাতনির দাদু হওয়ার বয়সে এখনো তরুণ অভিনেতা অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন অনিল। নিজের বয়স নিয়ে খুব সচেতন তিনি। আগামীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর ফের বলিউডে ‘কামব‍্যাক’ করছেন নীতু কাপুর। এছাড়াও রয়েছেন বরুণ ধাওয়ান ও কিয়ারা আডবানী।

Niranjana Nag

সম্পর্কিত খবর