বাংলা হান্ট ডেস্কঃ বাবা ক্ষিতি গোস্বামী ছিলেন প্রাক্তন বাম (cpim) নেতা। এবার মেয়ে বসুন্ধরা গোস্বামী (Vasundhara Goswami) বিজেপিকে রুখতে হাত ধরলেন তৃণমূলের (tmc)। লড়বেন কলকাতা পুরসভা নির্বাচনেও। লড়াই করবেন যাদবপুরের ৯৬ ওয়ার্ড-র হয়ে এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল ব্রাত্য বসুর সাথে ত্রিপুরার মাটিতে। আর বসুন্ধরার কাজও বেশ ভালো লেগেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। তাই বিজেপিকে রুখতে এক শক্তিশালী হাতিয়ার হিসেবে তাঁকেই ব্যবহার করতে চাইছে তৃণমূল শিবির।
রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, প্রথম সারিতে সেভাবে তাঁকে দেখা যায়নি। মানিয়ে নিতে অসুবিধা হওয়ায় একটা সময় সরেও গিয়েছিলেন রাজনীতি থেকে। তবে সামনে থেকে না পারলেও, জাগো বাংলায় গিয়ে কলম ধরেছিলেন বসুন্ধরা গোস্বামী। সেই থেকেই তাঁকে নিয়ে রাজনৈতিক শিবিরে কম জলঘোলা হয়নি। এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মমতা বাহিনীর একজন সৈনিক হলেন বসুন্ধরা।
ইতিমধ্যেই ত্রিপুরায় গিয়ে সেখানকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করে এসেছেন বসুন্ধরা গোস্বামী। বিশেষত মহিলাদের সঙ্গে কথা বলে বুঝতে চেয়েছেন সেখানকার আর্থ-সামাজিক অবস্থার কথা। মাটির কাছাকাছি থেকেই সকলের সঙ্গে মিলে মিশে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, বাবা ক্ষিতি গোস্বামী বাম জমানায় ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী। তখন বসুন্ধরাকে সেভাবে মাঠে নেমে রাজনীতি করতে দেখা না গেলেও, এমনকি জাগো বাংলায় লেখার পর তৃণমূলের হয়ে বিশেষ কোন কর্মসূচীতে তাঁকে দেখা না গেলেও, এবার তাঁকে বেশ সক্রিয় ভূমিকাতেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তবে সেই সঙ্গে বেশ কিছু বামেদের ভোটও তৃণমূলের ঝুলিতে আসবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।