বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের (Test Cricket Series) প্রথম ম্যাচ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে চলছে। এই ম্যাচের প্রথম ইনিংসে ভারত ১০ উইকেট খুইয়ে ৩৪৫ রান করেছে। জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে দুই ওপেনার্স দুর্দান্ত খেলে স্কোর ১০০-র উপরে নিয়ে যায়। বর্তমানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ২ উইকেট খুইয়ে ২১০ রান করেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া বড় একটি সমস্যার সম্মুখীন হয়েছে। টিম ইন্ডিয়ার এক খেলোয়াড় খেলার মাঝেই ম্যাচ থেকে বাইরে চলে গিয়েছে।
অভিজ্ঞ উইকেট কিপার তথা ভারতীয় টিমের সবথেকে বেশি বয়সী প্লেয়ার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) গলায় ব্যথা থাকার কারণে প্রথম টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে নামেন নি। BCCI একটি বয়ানে জানিয়েছে যে, ‘ঋদ্ধিমান সাহার গলায় ব্যথা রয়েছে। BCCI-র মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। কে.এস ভরত তাঁর অবর্তমানে উইকেট কিপিং করবেন।”
৩৭ বছর বয়সী ঋদ্ধিমান মাঝে মধ্যেই মাঠে আঘাত পান নাহলে ওনার ফিটনেসের কারণে ওনাকে সমস্যার সম্মুখীন হতে হয়। ঋষভ পন্থকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর সাহা ব্যাট করতে নেমে দলের জন্য একটি মাত্র রানই করতে পেরেছেন। পন্থ দীর্ঘদিন ধরে অবিরাম খেলে চলছে বলেই নির্বাচকরা তাঁকে বিশ্রাম দিয়েছেন। প্রথমে ইংল্যান্ড সফর, তারপর আইপিএল আর টি-২০ বিশ্বকাপ এবং শেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজেও পন্থ লাগাতার খেলে গিয়েছেন।
টিম ইন্ডিয়া প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩৪৫ রান করেছে। শ্রেয়স আইয়ার সবথেকে বেশি ১০৫ রান করেছেন। এছাড়াও শুভমন গিল ৫২ আর রবীন্দ্র জাদেজা ৫০ রান করেছেন। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি ৫ উইকেট নিয়েছেন। জেমিসন ৩ আর এজাজ প্যাটেল ২ উইকেট নিয়েছেন। বর্তমানে এই ম্যাচে নিউজিল্যান্ডের পরিস্থিতি খুবই ভালো। ভারতীয় ব্যাটসম্যানদের মতোই বোলাররা এই ম্যাচে দাঁত ফোঁটাতে ব্যর্থ হয়েছে।