কলকাতা পুরভোট বৈঠকেই বেপাত্তা পর্যবেক্ষকরা! অর্জুন-রাজুর অনুপস্থিতি জল্পনা বাড়াচ্ছে রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্কঃ শুক্রবারই কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল (tmc)। আর আজ অর্থাৎ শনিবার নির্বাচনের পূর্বে কলকাতা পুরভোটের রূপরেখা নির্ধারণ বৈঠক করল বিজেপি (bjp)। কিন্তু সেখানেই কিনা অনুপস্থিত ২ পর্যবেক্ষক। জ্যোতির্ময় সিং মাহাত উপস্থিত থাকলেও, বেপাত্তা অর্জুন সিং (arjun singh) ও রাজু বন্দ্যোপাধ্য়ায়রা (raju banerjee)।

শুধু পর্যবেক্ষকই নন, সেইসঙ্গে বোরো ভিত্তিক দায়িত্বে যারা ছিলেন, তাঁদের মধ্যে থেকেও বেশ কয়েকজনকে দেখাও গেল না বৈঠকে। সূত্রের খবর, নাম ধরে ডাকার পরও তাঁদের পাত্তা নেই। অর্থাৎ এটা পরিস্কার, যে তাঁরা অনুপস্থিতই ছিলেন।

IMG 20210608 191258

তবে এই বৈঠকে পর্যবেক্ষকদের অনুপস্থিতি নিয়ে তৈরি হওয়া জল্পনার বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে এটা ভাববেন না যে তিনি অন্য দলে চলে গিয়েছেন। তিনি হয়ত দলের অন্য কোন কাজে ব্যস্ত রয়েছেন’। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, অমিত মালব্য প্রমুখরা।

সূত্রের খবর, এদিনের বৈঠক দীর্ঘ সময় ধরে চললেও, সেখানে প্রার্থী তালিকা নিয়ে বিশেষ কিছু আলোচনা করা হয়নি। হেস্টিংস কার্যালয়ে প্রথমে উত্তর কলকাতা এবং পরে দক্ষিণ কলকাতার বিষয়ে নিয়ে বৈঠক হয়। কিন্তু বৈঠক শেষের দিকে চলে গেলেও অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্য়ায়রা অনুপস্থিতই থাকেন।

জানা গিয়েছে, এই বৈঠকের সিংহভাগ আলোচনার অংশে ছিল বুথে বুথে এজেন্ট নিশ্চিত করা। একুশের বিধানসভা নির্বাচনের পর যে ভোট পরবর্তী হিংসার চিত্র দেখা গিয়েছিল সারা বাংলা জুড়ে, সেই দৃশ্যের যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্য ওয়ার্ডগুলিতে কর্মী ও এজেন্ট নিশ্চিত করার স্ট্রাটেজি-ই ছিল এক বৈঠকের মূল বিষয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর