বাংলা হান্ট ডেস্কঃ টিম ইন্ডিয়ার (India) সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ইতিহাস সৃষ্টি করলেন। প্রথম টেস্টের তৃতীয় দিনে তিনি ২ উইকেট নিয়ে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমকে (Wasim Akram) পিছনে ফেলে দেন। পাশাপাশি তিনি ভারতের প্রাক্তন তারকা বোলার হরভজন সিংকেও (Harbhajan Singh) আগামী দিনে ছুঁতে চলেছেন।
টেস্ট ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন মোট ৪১৬টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের টেস্ট ক্রিকেটে ৪১৪টি উইকেট রয়েছে। অশ্বিন এখন টেস্ট ক্রিকেটে হরভজন সিংকে ছুঁতে মাত্র ১টি উইকেট পিছনে রয়েছেন। হরভজন সিং ভারতের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে ৪১৭টি উইকেট হাসিল করেছিলেন। এর মানে এই যে, আর একটি উইকেট নিলেই অশ্বিন হরভজনকে ছুঁয়ে ফেলবেন।
কানপুর টেস্টে টিম ইন্ডিয়াকে এখনো একটি ইনিংস ব্যাট করতে হবে। আজ তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। হাতে দু’দিন রয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারত নিউজিল্যান্ডের থেকে ৪৯ রান এগিয়ে ব্যাট করতে নেমেছিল। ব্যাটিংয়ের শুরুতেই ভারতীয় দলে বিপর্যয় দেখা দেয়। ওপেনার শুভমন গিল ৩ বলে মাত্র ১ রান করে জেমিনসনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।
বর্তমানে ভারতের স্কোর ১ উইকেটে ১৪ রান। ক্রিজে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে প্রথম টেস্টে জিততে হলে দ্বিতীয় ইনিংসে যে অসম্ভব ভালো খেলতে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া ব্যাটসম্যানরা কতটা ভালো খেলতে পারবে সেটা আগামীকালই বোঝা যাবে।