টিভির পর্দায় ‘বাবা’ যশ ও ‘মাসি’ মিমির নাচ, মা নুসরতের সঙ্গে জমজমাট রবিবার ছোট্ট ঈশানের

বাংলাহান্ট ডেস্ক: নিখিল জৈনের সঙ্গে আগেই সব সম্পর্ক চুকেবুকে গিয়েছে। যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে নতুন করে ঘর বেঁধেছিলেন নুসরত জাহান (nusrat jahan)। এখন নাকি সেই ঘরেও ফাটল দেখা দিচ্ছে! ‘যশরত’এর সাম্প্রতিক সোশ‍্যাল মিডিয়া পোস্টে তেমনি ইঙ্গিত পেয়েছিলেন নেটিজেনরা। গুঞ্জন তীব্র হতেই আসরে নামলেন ঈশানের মা নিজেই। বুঝিয়ে দিলেন সবটাই স্রেফ গুজব।

রবিবার ছুটির দিন। কাজকর্মের ব‍্যস্ততাকে দূরে সরিয়ে এদিন সর্বক্ষণ ছেলের সঙ্গেই কাটান নুসরত। তবে এই রবিবার একটু অন‍্য রকম করে উপভোগ করলেন মা ছেলে। যশ ও মিমির ছবির একটি নাচ গানের ভিডিও দেখালেন ছেলেকে। ভিডিও শেয়ার করে নুসরত লিখলেন, ‘উইকএন্ডিং উইথ ড‍্যাডি অ্যান্ড মাসি’।

nushrat
‘স্ত্রী’র স্টাট‍্যাস আবার নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লাজুক ইমোজি ও একগুচ্ছ চুম্বন পাঠালেন যশ। উল্লেখ‍্য, যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতার খবর ছড়াতেই মিমির সঙ্গে তাঁর দূরত্ব লক্ষ‍্যণীয় ভাবে বেড়েছিল। ইন্ডাস্ট্রিতে নতুন ‘বোনিলা’ পাতিয়েছেন নুসরত, এমন খবরও রটেছিল। তবে মিমির সঙ্গে ‘স্বামী’র ভিডিও শেয়ার করে নুসরত বুঝিয়ে দিলেন বন্ধুত্বটা পুরোপুরি যায়নি।

Screenshot 2021 11 28 23 36 53 089 com.instagram.android
কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, যশ ও নুসরতের সংসারে অশান্তি ঢুকেছে। আসলে সম্প্রতি নুসরত নিজের ইনস্টা স্টোরিতে একটি বার্তা দেন। সেখানে লেখা, ‘যে ঘরে শান্তি নেই সে ঘর বিশ্বের সবথেকে জঘন‍্য জেলখানা। আর যে ঘর ভালবাসায় পরিপূর্ণ সে ঘর হল সেরা জেলখানা। সে ঘর কোনোদিনও ছেড়ে যেতে চাই না।’ পালটা যশ ইনস্টা স্টোরিতে লেখেন, ‘জেলে থাকার কী দরকার যখন দরজা হাট করে খোলাই রয়েছে?’

এই দু ধরনের ইনস্টা স্টোরি থেকেই গুঞ্জনের সূত্রপাত। এই সংসারটাও কি ভাঙতে চলেছে নুসরতের? নিখিলের সঙ্গে ‘সহবাস’ সম্পর্ক ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রথমে লুকোচুরি থাকলেও শেষের দিকে সবটাই প্রকাশ হয়ে গিয়েছিল।

যশের সন্তানের মা হয়েছেন নুসরত। অভিনেতার জন্মদিনে কেকে ‘স্বামী’ও লিখেছিলেন তিনি। সিঁদুর পরে ছবি শেয়ার করেছেন। এখন এই গুঞ্জনে ফের চিন্তার ভাঁজ পড়েছিল যশরত অনুরাগীদের কপালে। তবে রবিবার অভিনেত্রীর এই ভিডিওতে ফের খুশির ঝলক তাদের মুখে।

Niranjana Nag

সম্পর্কিত খবর