১৪৪ ওয়ার্ডের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, প্রধান্য পেলেন মহিলা ও তরুণরা

বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে কলকাতা পুরভোটের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (bjp)। সোমবারই প্রকাশ করা এই তালিকায় তরুণ মুখের সংখ্যাই বেশি। তলিকায় তরুণ মুখ রয়েছে ৪৮ জনেরও বেশি এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫০ অধিক। প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদেরকে। এছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন ৩ জন চিকিৎসক ও ৫ জন আইনজীবী।

dolon

পূর্বেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। তবে ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন হলেও, বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে সেসমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে আজই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি।

IMG 20210608 191258

একনজরে দেখে নিন প্রার্থী তালিকা-

১ নম্বর ওয়ার্ড: আশিস কুমার ত্রিবেদী।

২ নম্বর ওয়ার্ড: রাজেন্দ্রপ্রসাদ সাউ।

৩ নম্বর ওয়ার্ড: অনিমা সিংহ।

৪ নম্বর ওয়ার্ড: সব্যসাচী চক্রবর্তী।

৫ নম্বর ওয়ার্ড: শ্রীরাম যাদব।

৬ নম্বর ওয়ার্ড: প্রমীলা সিং।

৭ নম্বর ওয়ার্ড: ব্রজেশ ঝা।

৮ নম্বর ওয়ার্ড: মনোজ সিং।

৯ নম্বর ওয়ার্ড: রুবি বন্দ্যোপাধ্যায়।

১০ নম্বর ওয়ার্ড: ঈশ্বর সাহু।

১১ নম্বর ওয়ার্ড: মানস সেন চৌধুরী।

১২ নম্বর ওয়ার্ড: তনুশ্রী রায়।

১৩ নম্বর ওয়ার্ড: কুণাল ভট্টাচার্য (কর্নেল)।

১৪ নম্বর ওয়ার্ড: দেবরাজ সাহা।

১৫ নম্বর ওয়ার্ড: অনিতা দাস।

১৬ নম্বর ওয়ার্ড: শরৎ সিংহ।

১৭ নম্বর ওয়ার্ড: প্রতিমা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল।

১৮ নম্বর ওয়ার্ড: অনুরাধা শীল।

১৯ নম্বর ওয়ার্ড: দেবাশিস শীল।

২০ নম্বর ওয়ার্ড: মুকুন্দ ঝাওয়ার।

২১ নম্বর ওয়ার্ড: পূর্ণিমা চক্রবর্তী।

২২ নম্বর ওয়ার্ড: মীনাদেবী পুরোহিত।

২৩ নম্বর ওয়ার্ড: বিজয় ওঝা।

২৪ নম্বর ওয়ার্ড: কামিনী তিওয়ারি।

২৫ নম্বর ওয়ার্ড: সুনীল হর্ষ।

২৬ নম্বর ওয়ার্ড :শশী গণ।

২৭ নম্বর ওয়ার্ড: মঞ্জু জয়সওয়াল।

২৮ নম্বর ওয়ার্ড: অমিয় হাজরা।

২৯ নম্বর ওয়ার্ড: মহম্মদ মোক্তার।

৩০ নম্বর ওয়ার্ড: মঞ্জুরী ধর কউর।

৩১ নম্বর ওয়ার্ড: নারায়ণ চৌধুরী।

৩২ নম্বর ওয়ার্ড: রুবি সান্যাল।

৩৩ নম্বর ওয়ার্ড: রীতা দেবনাথ মণ্ডল।

৩৪ নম্বর ওয়ার্ড: সোমা দাস।

৩৫ নম্বর ওয়ার্ড: গিরীশ শুক্লা।

৩৬ নম্বর ওয়ার্ড: রবিকান্ত সিংহ।

৩৭ ওয়ার্ড: এসকে মৌসুমী।

৩৮ নম্বর ওয়ার্ড: রমেশ ঠাকুর জয়সওয়াল।

৩৯ নম্বর ওয়ার্ড: মহম্মদ জাহাঙ্গির।

৪০ ওয়ার্ড: শেফালি শর্মা।

৪১ ওয়ার্ড: রাজীব সিন্হা।

৪২ ওয়ার্ড: সুনীতা ঝাওয়ারা।

৪৩ ওয়ার্ড: ছন্দা কানওয়ার।

৪৪ ওয়ার্ড: মুকেশ সিং।

৪৫ ওয়ার্ড: কুশল পাণ্ডে।

৪৬ ওয়ার্ড: পিঙ্কি শঙ্কর।

৪৭ ওয়ার্ড: চিত্রা পাল ভাসানিয়া।

৪৮ ওয়ার্ড: চিত্তরঞ্জন মান্না।

৪৯ ওয়ার্ড: রাজলক্ষ্মী বিশ্বাস।

৫০ ওয়ার্ড: সজল ঘোষ।

৫১ ওয়ার্ড: সঞ্জীব গুঁই।

৫২ ওয়ার্ড: কামিনী খটিক।

৫৩ ওয়ার্ড: গৌতম দাশগুপ্ত।

৫৪ ওয়ার্ড: দেবাশিস দত্ত।

৫৫ ওয়ার্ড: অমৃতা ঘোষ।

৫৭ ওয়ার্ড: মিলন ধারে।

৫৮ ওয়ার্ড: চন্দন দাস।

৫৯ ওয়ার্ড: ঐশী মাঝি।

৬০ ওয়ার্ড: রমেশ সিংহ।

৬১ ওয়ার্ড: হরিনারায়ণ তিওয়ারি।

৬২ ওয়ার্ড: সাইনা খাতুন।

৬৩ ওয়ার্ড: নবীন মিশ্র।

৬৪ ওয়ার্ড: দীপঙ্কর সাহা।

৬৫ ওয়ার্ড: সনিয়া পান্ডে।

৬৬ ওয়ার্ড: অভিষেক সিংহ।

৬৭ ওয়ার্ড: সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

৬৮ ওয়ার্ড: পিঙ্কি ঘোষ।

৬৯ ওয়ার্ড: কুশলপ্রসাদ মিশ্র।

৭০ ওয়ার্ড: ভিম সিং বর্মা।

৭১ ওয়ার্ড: প্রমীতা ঘোষ।

৭২ ওয়ার্ড: রুমা নন্দা।

৭৩ ওয়ার্ড: ইন্দ্রজিৎ খটিক।

৭৪ ওয়ার্ড: পারমিতা দত্ত।

৭৯ ওয়ার্ড: জিতেন্দ্র মণি তিওয়ারি।

৮০ ওয়ার্ড: এরশাদ আহমেদ।

৮১ ওয়ার্ড: দিব্যা কউর।

৮২ ওয়ার্ড: প্রতাপ সোনকার।

৮৩ ওয়ার্ড: গৌরাঙ্গ সরকার।

৮৪ ওয়ার্ড: তমসা চট্টোপাধ্যায়।

৮৫ ওয়ার্ড: রুবি মুখোপাধ্যায়।

৮৬ ওয়ার্ড: রাজশ্রী লাহিড়ি।

৮৭ ওয়ার্ড: অনুশ্রী চট্টোপাধ্যায়।

৮৮ ওয়ার্ড: সমীর শীল।

৮৯ ওয়ার্ড: শান্তনু ভট্টাচার্য।

৯০ ওয়ার্ড: মৌসুমী ভট্টাচার্য।

৯১ ওয়ার্ড: দিলীপকুমার মিত্র।

৯২ ওয়ার্ড: সৌমেন দাস।

৯৩ ওয়ার্ড: সুমিতা দাশগুপ্ত।

৯৪ ওয়ার্ড: প্রদীপ্ত অর্জুন।

৯৫ ওয়ার্ড: রাজীব সাহা।

৯৬ ওয়ার্ড: সন্দীপা সিং রায়।

৯৭ ওয়ার্ড: সোমা ঘোষ।

৯৮ ওয়ার্ড: চন্দন সাহা।

৯৯ ওয়ার্ড: তানিয়া দাস।

১০০ ওয়ার্ড: সঞ্জয় দাস।

১০১ ওয়ার্ড: সন্তোষ মিশ্র।

১০২ ওয়ার্ড: ইন্দিরা গঙ্গোপাধ্যায়।

১০৩ ওয়ার্ড: সন্দীপ বাগচি।

১০৪ ওয়ার্ড: স্বরূপ মুখোপাধ্যায়।

১০৫ ওয়ার্ড: তমালি রায়।

১০৬ ওয়ার্ড: পবন বৈদ্য।

১০৭ ওয়ার্ড: সোমনাথ দাস।

১০৮ ওয়ার্ড: মেঘনাদ হালদার।

১০৯ ওয়ার্ড: বিউটি রায় হালদার।

১১০ ওয়ার্ড: নিতাই মণ্ডল।

১১১ ওয়ার্ড: পারিজাত চন্দ্র।

১১২ ওয়ার্ড: দেবজ্যোতি মজুমদার।

১১৩ ওয়ার্ড: রুবি মণ্ডল দাস।

১১৪ ওয়ার্ড: পার্থ পাল।

১১৫ ওয়ার্ড: তাপস ধারা।

১১৬ ওয়ার্ড: স্বপ্না বন্দ্যোপাধ্যায়।

১১৭ ওয়ার্ড: কল্যাণী দাশগুপ্ত।

১১৮ ওয়ার্ড: দীপঙ্কর বণিক।

১১৯ ওয়ার্ড: রাখি চট্টোপাধ্যায়।

১২০ ওয়ার্ড: উজ্জ্বল বড়াল।

১২১ ওয়ার্ড: চন্দ্রভান সিংহ।

১২২ ওয়ার্ড: সঙ্গীতা দে।

১২৩ ওয়ার্ড: শর্মিষ্ঠা ভট্টাচার্য।

১২৪ ওয়ার্ড: শঙ্কর শিকদার।

১২৫ ওয়ার্ড: ডালিয়া চক্রবর্তী।

১২৬ ওয়ার্ড: প্রদীপ রায়।

১২৭ ওয়ার্ড: মল্লিকা বিশ্বাস।

১২৮ ওয়ার্ড: শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়।

১২৯ ওয়ার্ড: নবনীতা ভট্টাচার্য।

১৩০ ওয়ার্ড: শুভাশিস কর।

১৩১ ওয়ার্ড: রবীন রায়।

১৩৩ ওয়ার্ড: সদানন্দ প্রসাদ।

১৩৫ ওয়ার্ড: অর্চনা গুপ্ত।

১৩৬ ওয়ার্ড: অনিল ভার্মা।

১৩৭ ওয়ার্ড: রাকেশ ভার্মা।

১৩৮ ওয়ার্ড: জনিতা নাজিম।

১৩৯ ওয়ার্ড: মেহেজমিন খাতুন।

১৪০ ওয়ার্ড: মহম্মদ সারাউদ্দিন।

১৪১ ওয়ার্ড: তাপস ঢালি।

১৪২ ওয়ার্ড: অমর দাস।

১৪৩ ওয়ার্ড: গার্গী বিশ্বনাথন।

১৪৪ ওয়ার্ড: অনিন্দিতা ঘোষ।

Smita Hari

সম্পর্কিত খবর