বাংলাহান্ট ডেস্কঃ অবশেষে সোমবারই কলকাতা পুরভোটের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি (bjp)। আর তালিকা প্রকাশ করতেই চমক দেখা গেল সেখানে। ৫০ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া সজল ঘোষকে (sajal ghosh)।
একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সজল ঘোষ। তোলাবাজি থেকে শুরু করে গোলমালে উস্কানি দেওয়া- তাঁর বিরুদ্ধে বাদ ছিল না কোন অভিযোগই। আর সেই সজল ঘোষকে প্রার্থী করার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় ৫০ নম্বর ওয়ার্ড।
সূত্র মারফত জানা গিয়েছে, নির্বাচনে টিকিট পাওয়ার জন্য দলের কাছে অনেক সওয়াল করেছিলেন সজল ঘোষ। এমনকি তিনি বলেছিলেন, প্রার্থী হতে না পারলে, অনুগামীদের কাছে মুখ দেখানো কঠিন হতে পড়তে পারে। তবে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি হল, গত ১২ ই অগস্ট মুচিপাড়া থানা এলাকায় হওয়া গোলমালে তিনি নাকি উস্কানি দিয়েছিলেন। যার কারণে তাঁকে নাকি গ্রেফতারও করা হয়েছিল। তবে এই সজল ঘোষকে টিকিট দেওয়ায় কিছুটা বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির অন্দরে।
প্রসঙ্গত, সোমবারই প্রকাশ করা বিজেপির এই প্রার্থী তালিকায় তরুণ মুখের সংখ্যাই বেশি। তলিকায় তরুণ মুখ রয়েছে ৪৮ জনেরও বেশি এবং মহিলা প্রার্থীর সংখ্যা ৫০ অধিক। প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদেরকে। এছাড়াও প্রার্থী তালিকায় রয়েছেন ৩ জন চিকিৎসক ও ৫ জন আইনজীবী।
পূর্বেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। তবে ১৯ শে ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন হলেও, বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে সেসমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে আজই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার