একের পর এক সিরিয়াল ফ্লপ, বিয়েই সেরে ফেললেন ‘বাঘ বন্দি খেলা’ অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে সেরে ফেললেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঈশানী দাস (ishani das)। জি বাংলার ‘বাঘ বন্দি খেলা’ সিরিয়ালের দৌলতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সিরিয়ালে রুবেল দাসের বিপরীতে মুখ‍্য চরিত্রে অভিনয় করেছিলেন ঈশানী। এবার রিল লাইফে নয়, রিয়েল লাইফেই বিয়ের পিঁড়িতে বসে পড়লেন তিনি।

তবে এখন নয়, বেশ কিছুদিন আগেই বিয়ে সেরে ফেলেছেন ঈশানী। সুখবরটা দিলেন দেরিতে। ঠিক দু সপ্তাহ আগে ১৪ নভেম্বর বিয়ে করেছেন তিনি। পাত্র তাঁর দীর্ঘদিনের পরিচিত। পাত্রের নাম প্রণবেন্দু। টেলিপাড়া সূত্রে খবর, দীর্ঘ দিনের প্রেমের পরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা।

IMG 20211129 174458
ঈশানীর স্বামী সরাসরি টেলিপাড়ার সঙ্গে যুক্ত না হলেও তাঁর পেশাটা বিনোদন মূলকই। প্রণবেন্দু একজন ভিডিও ক্রিয়েটর। তবে তাঁদের আলাপ কীভাবে হয় তা জানা যায়নি। বিয়েতে টুকটুকে লাল বেনারসী, সোনার গয়নায় সেজেছিলেন ঈশানী। সঙ্গে মাথায় লাল চেলি ও শোলার মুকুট।

কনের সাজে চোখ ফেরানো যাচ্ছিল না ঈশানীর দিক থেকে। পাশে লালের উপরে সোনালি কাজ করা পাঞ্জাবিতে প্রণবেন্দু। সিঁদুর দানের একটি ছবিও শেয়ার করেছেন ঈশানী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘রিল নয়, এটা রিয়েল। বিয়ে করে নিলাম।’ অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে।

https://www.instagram.com/p/CWyVIJmhZP7/?utm_medium=copy_link

২০২০ তে শুরু হয়েছিল বাঘ বন্দি খেলা। সিরিয়ালে রুবেলের সঙ্গে বিয়ে হয়েছিল ঈশানীর। পর্দায় দেখানো হয়েছিল, মানুষ থেকে বাঘে পরিণত হয় রুবেল। কিন্তু একেবারেই চলেনি সিরিয়াল। মাত্র ৮০ টি এপিসোডের পরেই বন্ধ হয়ে যায় জি বাংলার এই সিরিয়াল।

তবে ওই সিরিয়ালের পরে আর ছোটপর্দায় দেখা যায়নি ঈশানীকে। চলতি বছরের শুরুর দিকে OTT প্ল‍্যাটফর্ম ক্লিক এ ‘জিঘাংসা’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এরপর আর কোনো সিরিয়ালে তাঁকে দেখা যাবে কিনা এখনো বলেননি ঈশানী।

Niranjana Nag

সম্পর্কিত খবর